প্রত্যেক বাইক কোম্পানিগুলো তাদের কোম্পানির বাজার ধরে রাখতে নতুন নতুন ভাল ফিচারসহ উন্নত প্রযুক্তিতে বাইক তৈরি করছে। ইয়ামাহা, হারলে ডেভিডসন, রয়েল এনফিল্ড এর মত এবার বাজার দখল করার জন্য নতুন বাইক নিয়ে আসছে এবং সেই বাইকটি হচ্ছে বেনেলী টি আর কে ২৫১ এস টি ডি। এই বাইকটি হতে চলেছে উক্ত কোম্পানির একটি মিড ভেরিয়েন্টের বাইক। এই বাইকটির লঞ্চ হতে চলেছে মার্চ মাসের ৯ তারিখে।
একনজরে দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন।
এই বাইকটির বডি টাইপ হবে অ্যাডভেঞ্চার টুরার বাইক। সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। স্প্লিট টাইপের সিট হবে এই বাইকটির। উক্ত বাইকটির স্পীডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, কন্সোল হবে ডিজিটাল। এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড এবং ইঞ্জিনটি হবে ২৪৯ সি সি। এমিসন টাইপ হবে বি এস ৪। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ৮৫.৮৩ পি এস ৯২৫০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক ঃ ২১.২ এন এম ৮০০০ আর পি এম। স্ট্রোকঃ ৬১.২ মিলিমিটার, বোরঃ ৭২ মিলিমিটার এবং পেট্রোল এর দ্বারা চলবে এই বাইকটি। এছাড়া এই বাইকটির দেওয়া হয়েছে ৬ টি গিয়ার, সামনে ও পেছনে উভয়েই থাকবে ডিস্ক ব্রেক। বেনেলী টি আর কে ২৫১ এস টি ডি তে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার । টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১১০/৭০- জেড আর১৭, রিয়ারঃ ১৫০/৬০- জেড আর১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির ওজন হবে মাত্র ১৫৩ কেজি। এবং এর লেংথ ঃ ২১০০ মিলিমিটার, উইডথঃ ৮৪০ মিলিমিটার, হুইলবেজঃ ১৪২৫ মিলিমিটার, হাইটঃ ১৩২০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ২০০ মিলিমিটার। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি থাকবে ১৭ লিটার। এছাড়া এই বাইকটির সাংকেতিক লাইট গুলো হবে এল ই ডি এবং পেছনের লাইট তো থাকবেই।
বেনেলী টি আর কে ২৫১ এস টি ডি বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ২.৩০ লক্ষ রুপী। এমন ফিচার ও প্রযুক্তি অনুযায়ী বাইকটি আমার কাছে অসাধারণ লেগেছে।