ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর পাবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিআরটির প্রকৌশল শাখার পরিচালক শিতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত ১৪ জুন অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় নিবন্ধন কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর পাবে না। এ বিষয়ে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।