২০২৫ সালের এপ্রিল মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮% বেড়ে ১৭.৮ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। এটি টানা তৃতীয় মাসে বিক্রির ঊর্ধ্বগতি। সরকার-প্রণোদিত পুরনো গাড়ি বদল কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির প্রভাব অনেকটাই প্রশমিত হয়েছে। খবর রয়টার্স।
চীন প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে মোট ৬.৯৭ মিলিয়ন গাড়ি, যা গত বছরের তুলনায় ৮.২% বেশি।
ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি ৩৩.৯% বেড়ে এপ্রিল মাসে মোট বিক্রির ৫০.৮% দখল করেছে। তবে রপ্তানি ২.২% কমেছে।
এদিকে, স্বচালিত প্রযুক্তি নিয়ে প্রচারণায় ভাটা পড়েছে, বিশেষ করে শাওমি এসইউ৭ দুর্ঘটনার পর সরকারের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার কারণে এটি ঘটেছে।