বাজারে এসেছে লাভার নতুন ফোন এক্স৩। এই ফোন শাওমির রেডমি এ১-এর সঙ্গে প্রতিযোগিতায় শামিল হবে। উভয় ফোনের ফিচার প্রায় একই। কোনো প্রতিষ্ঠানই ফোনের সঙ্গে ইয়ারবাডস ফ্রিতে দেয় না। ইয়ারবাডসের দাম তুলনামূলক অনেকটাই বেশি হয়ে থাকে। কম কমদামি ফোনের সাথে ফ্রিতে প্রায় ৪ হাজার টাকার দামের ইয়ারবাডস দিচ্ছে লাভা।
এক্স৩ ফোনটি কেনা যাচ্ছে ৭ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকায়। সাথে থাকা ইয়ারবাডসের মূল্য ২ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা।
ডুয়েল সিমের লাভার নতুন ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার ডিজাইন ওয়াটার ড্রপ নচ। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর।
৩ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়িয়ে নেওয়া যাবে।
ভিডিওগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ভিজিএ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। গুগলের অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন দ্বারা চালিত এই ফোন।
পাওয়ার ব্যাকআপের জন্য লাভার এই ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।