অবশেষে ইকমার্স সাইট ইভ্যালির ১৯.১৯ ক্যাম্পেইনের অফারের মেয়াদ শেষ করার আগেই ক্যাম্পেইন শেষের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। ইভ্যালি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, ৫০% ক্যাশব্যাক অফার শনিবার (০৭.০৯.২০১৯ ) রাত পর্যন্ত থাকবে। অফারটি চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত চলার কথা ছিল।
অনলাইনে কেনাকাটার প্ল্যাটফরম ইভ্যালির পণ্য কিনে বিভিন্ন ধরনের হয়রানী ও প্রতারণার অভিযোগ করে অনেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে অনেক সাধারণ গ্রাহকে পণ্য কিনার নানাভাবে অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি । কিন্তু এই আস্থার মাঝে বড় ধরনের অনাস্থা তৈরি করে প্রতিষ্ঠানটি একের পর এক গ্রাহকের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
‘ইভ্যালি’ স্বপ্ন পূরণের নয়, ফ্রাস্ট্রেশনের কারণ
তাছাড়াও অফারের আগে পন্যের মুল্য থেকে অফার চলাকালীন সময় পন্যের মূল্যবৃদ্ধিরসহ নান অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ।
ইভ্যালি ফেসবুক পেজে শিহাব নামের এক জন্য লিখেন, ‘মার্কেট পাইয়া এখন এই কাহিনী? আগের থেকে ঢোল পিটাইলেন ১৩ তারিখ! এখন অবস্থা এমন হলুদের আগের রাতে কয় বউভাত হবে না! এইটা কোনো কথা! টাকা ১০ তারিখ গুছায় পে করতাম। এখন তো ব্যাংক ও বন্ধ ২দিন!’
মোনায়ার হোসেন এক জন্য লিখেন, ‘ফোন কিনার জন্য ২০০০০ টাকা লোন নেওয়ার ফর্ম করলাম। সেই টাকা আমাকে রবিবার দিবে। এখন আমি কি করব’?
এই বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এই বিষয়ে ইভ্যালির একজন কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এর পক্ষে লিখিত বক্তব্য ইমেইল করেন। তিনি জানান, মানুষের টাকা ইভ্যালির কাছে রেখে দেওয়ার কোন উদ্দেশ্য নেই। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আমাদের ১৯.১৯ ক্যাম্পেইনের যে অফার ছিল তার অর্ডার সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়াতে ইতিমধ্যে আমরা এই ক্যাম্পেইন বন্ধ রেখেছি।
উল্লেখ্য, গত বুধবার (৪ সেপ্টেম্বর) ‘ইভ্যালি’ স্বপ্ন পূরণের নয়, ফ্রাস্ট্রেশনের কারণ শিরোনামে অনলাইনে অফারের নামে প্রতারণা করছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয় টেকজুম। এরপর ৭ সেপ্টেম্বর ক্যাম্পেইনের অফারের মেয়াদ শেষ হওয়ার আগেই তা বন্ধের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।