ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) পাঁচ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে সংগঠনটি এক হাজার সদস্যের মাইলফলকও ছুঁয়েছে। এ উপলক্ষে রাজধানীর সীমান্ত সম্ভারের মিলনায়তনে গতকাল শনিবার ই-ক্যাব দিনব্যাপী নানা আয়োজনে বর্ষপূর্তি উদ্যাপন করে। দুপুর থেকে শুরু হওয়া বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বিকেলে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি কেক কেটে শুভেচ্ছা জানান। রাতে অনুষ্ঠানে আসেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ই–ক্যাবের কার্যক্রমের প্রশংসা করেন।
এ আয়োজনে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি। আর এই ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আপনাদের সম্ভাব্য ক্রেতা। দেশে ই–কমার্স খাতের উন্নয়নে আরও কাজ করার কথা বলেন তিনি।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, ‘ই-ক্যাব এখন উদ্যোক্তা তৈরির কাজ করছে। আমরা ই-ক্যাব থেকে এলআইসিটি প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছি।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিবন্ধিত সদস্যসংখ্যা বর্তমানে এক হাজার। ই-ক্যাবের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এক হাজার সদস্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান উদ্যোক্তাদের মিলনমেলা।’
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ-উল-মুনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদ শরীফসহ অনেকে।