এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের আয়োজনে আগামী শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে একটি অভিজাত কনভেনশন সেন্টারে তাদের ই-টিকেটিং এবং ট্রাভেল এজেন্ট অফিসার” কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান এবং এভিয়েশন এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরে তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার বাংলাদেশে প্রথম ই-টিকেটিং এর উপর ই-লার্নিং কোর্স শুরু করতে যাচ্ছে। এই ই-লার্নিং এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ, ই-টিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজম সেকটর এর কাজ শিখতে পারবেন।
প্রতিষ্ঠানটির পাঠানো প্রেস রিলিজ হতে জানা যায় যে, উক্ত আয়োজনে Sabre GDS Software এর কান্ট্রি ম্যানেজার, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর এর প্রাক্তন “ওসি ইমিগ্রেশন”, ড্রূক এয়ার ওয়েজ (ভুটান এয়ারলাইন্স), সৌদি এয়ারলাইন্স, এমিরাটস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সির ম্যানেজার, এবং এভিয়েশন এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান যাকি বারী বলেন, “আমাদের এই আয়োজনটির মাধ্যেমে যারা এয়ারটিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজমে সেকটরে চাকরি খুজছেন এবং যারা এই ট্রেডে চাকরি দিচ্ছেন, তাদের এক মিলনমেলা হতে যাচ্ছে, আমরা অনেক গর্বিত এই ইন্ড্রাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরে”।