ফ্যাশন পণ্যভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে যাত্রা করেছে ঝালমুড়ি বাংলাদেশ। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশী বুটিক শিল্পকে আরো এগিয়ে নিতে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওহিয়োতে তিন তরুণ মোহাইমিন মোস্তফা, রায়েফ মুহসিন ও তানজিম শামসের উদ্যোগে ঝালমুড়ি বাংলাদেশ প্রথম আত্মপ্রকাশ করে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশী বুটিক পণ্য আমেরিকার বাজারে ছড়িয়ে দেয়া।
ঝালমুড়ি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাইমিন মোস্তফা জানান, ফ্যাশন পণ্যভিত্তিক প্রথম ই-কমার্স সাইট হিসেবে www.jhalmuribd.com যাত্রা করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, বিভিন্ন গহনাসহ আরো অনেক ফ্যাশন পণ্য কিনতে পারবেন। এছাড়া সাইটটি থেকে ব্যবহারকারীরা অনলাইনে ‘দর্জি’ ডাকতে পারবেন। আমরা নারী উদ্যোক্তাদের সামনে আনতে চাই। বাংলাদেশী কয়েকটি বুটিক ব্র্যান্ড ঝালমুড়ির মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করছে।