২০২৫ সালের মধ্যে ভারতে নতুন করে ১০ লাখ কর্মসংস্থান করবে বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এই সময়ের মধ্যে দেশটিতে অ্যামাজন অন্তত ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দুনিয়ার শীর্ষ ধনী বেজোস দেশটি ত্যাগের পর শুক্রবার এক বিবৃতি দিয়েছে অ্যামাজন।
অ্যামাজন বিবৃতিতে দাবি করেছে, তারা গত ছয় বছরে ভারতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৭ লাখ কর্মসংস্থান তৈরি করেছে।
দেশটিতে এখনো অ্যামাজন ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের সঙ্গে প্রতিযোগিতা করছে। এজন্য প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে দেশটিতে আরও ২০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ।