শেরপুর জেলাকে নানা সেবা আর পণ্যের মাধ্যমে বিশ্ববাসির মাঝে তুলে ধরতে আওয়ার শেরপুর ও মেঘস্বর এর মাঝে চুক্তি স্বাক্ষরীত হয়েছে । এখন থেকে আওয়ার শেরপুর এর পণ্য মেঘস্বর হোম ডেলিভারি সার্ভিস দিবে। আপাতত এই সার্ভিস তারা রাজধানী ঢাকায় দিবেন। আজ বৃহস্পতিবার আদাবর, মোহাম্মদপুর, মেঘস্বর এর অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হয়।
আওয়ার শেরপুর হচ্ছে একটি জেলাভিত্তিক স্টার্টআপ, যা শেরপুর জেলাকে নানা সেবা আর পণ্যের মাধ্যমে বিশ্ববাসির মাঝে তুলে ধরবে। ইতিমধ্যে তারা শেরপুরের ব্র্যান্ডি পণ্য তুলশীমালা চালকে দেশের নানা প্রান্তে পৌঁছে দিয়েছে। এরফলে শেরপুরের কৃষপণ্য তুলশীমালা চাল সারাদেশের ক্রেতার কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
মেঘস্বর একটি বিশ্বস্ত কুরিয়ার কোম্পানি। ডেলিভারির ক্ষেত্রে তাদের রয়েছে অনেক দিনের অভিজ্ঞতা আর সুনাম। ই-কমার্সে তারা বেশ গ্রহণযোগ্য সেবা প্রতিষ্ঠান।
আওয়ার শেরপুর স্টার্টআপ এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, মেঘস্বরের সাথে অফিশিয়ালি চুক্তিবদ্ধ হয়ে আমরা আনন্দিত৷ শেরপুর জেলার ব্র্যান্ডিং ও কৃষি পণ্য তুলশীমালা চাল দিয়ে মেঘস্বরের সাথে কার্যক্রম শুরু করেছি, ধাপেধাপে শেরপুরে উৎপাদিত বহু কৃষি পণ্য ’সরাসরি কৃষকের হাত থেকে ঢাকাবাসীর হাতে’ তুলে দিতে পারবো মেঘস্বরের সহযোগিতায়।
এই আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের সময় উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর মডারেটর সৈয়দা লুতফুন নাহার উপস্থিত ছিলেন।