ই-কমার্সের নামে ২৬৮ কোটি টাকা প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ উদ্দিন।
তিনি বলেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে একটি কোম্পানি খুলে ই-কমার্সের নামে লাইসেন্সবিহীন পিরামিড আকৃতির অনলাইনভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং পরিচালনা করে সাধারণ মানুষকে অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো চক্রটি।
গেল ২৬ অক্টোবর কাজধানীর কলাবাগান এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে, রোববার রাতে আরও দুইজনকে আটক করে পুলিশ।