সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, অ্যামাজন ১৬ জুন থেকে ভুয়া রিভিউয়ের অভিযোগে তিনটি চীনা ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে। শেনঝেনভিত্তিক ইলেকট্রনিক্স কোম্পানি সানভ্যালির অধীনের তিনটি ব্র্যান্ড আরএভিপাওয়ার পাওয়ার ব্যাংক, তাওট্রনিক্স ইয়ারফোন এবং ভাভা ক্যামেরা বিক্রি নিষিদ্ধ হয়েছে।
ব্যবসায়ীরা তাদের কেনাকাটা সম্পর্কে ইতিবাচক মন্তব্য লিখতে ইচ্ছুক গ্রাহকদের উপহার কার্ড সরবরাহ করছে বলে প্রমাণিত হওয়ার পরে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। চীনা ই-কমার্স বিশ্বে এটি সাধারণ ঘটনা হলেও অ্যামাজন বিষয়টি সিস্টেমের অপব্যবহার হিসাবে দেখে।
প্রসঙ্গত, অ্যামাজন এর আগেও চীনা ব্যবসায়ীদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছিল, যার মধ্যে টিকটকের মালিক বাইটডান্স সমর্থিত একটি অনলাইন স্টোরও ছিল।