সকল দেশের কাছে বিস্ময় হবে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। ইভ্যালির মাধ্যমে বিশ্ব নতুন করে চিনবে বাংলাদেশকে বলে মন্তব্য করেছেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।
সুরকার মলয় কুমার গাঙ্গুলী ও গীতিকার হাসান মতিউর রহমানের ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন।
‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি নতুন সংগীতায়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য ইভ্যালিকে ধন্যবাদ জানান তাপস।
নতুন সংগীতায়োজনে গানটি পুনঃনির্মাণ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী ও সময়োপযোগী সংগীতায়োজনে গানটিতে যতটুকু সম্ভব ভিন্ন মাত্রা যুক্ত করতে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যেন নতুন সংগীতায়োজনের মাধ্যমে বর্তমান এবং আগামী প্রজন্মকে গানটির সঙ্গে আরও ব্যাপকভাবে সংযুক্ত করা যায়।’