অ্যামাজনের জেফ বেজোসের জন্য নেদারল্যান্ডসের রটারডামে একটি সুপারইয়ট তৈরি করা হচ্ছে৷ কাজ শেষ হলে সেটি সাগরে নিয়ে যাওয়ার পথ তৈরি করতে একটি ঐতিহাসিক সেতুর মধ্যাংশ খুলতে হবে৷
ইতিমধ্যে এই অনুমতি দেয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে রটারডাম কর্তৃপক্ষ৷ ১৮৭৮ সালে তৈরি কোনিগসহাফেন ব্রিজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে গিয়েছিল৷ এরপর সেটি আবার তৈরি করা হয়৷ আর ২০১৭ সালে সেতুটি শেষবার সংস্কার করা হয়৷
সুপারইয়টের জন্য বেজোসের প্রায় চার হাজার ১৬৮ কোটি টাকা খরচ হচ্ছে৷ ৪১ মিটার উঁচু ইয়টটি বেজোসের কাছে পাঠাতে কোনিগসহাফেন ব্রিজের নীচ দিয়ে সাগরে নিয়ে যেতে হবে৷ কিন্তু ব্রিজের নীচে এতটা জায়গা না থাকায় সেতুর মাঝের অংশটি খোলার প্রয়োজন হবে৷
আগামী গ্রীষ্মে এই কাজ করা হতে পারে৷ সময় লাগবে কয়েক সপ্তাহ৷
এদিকে সেতু খোলার সিদ্ধান্তে খুশি নন শহরের অনেক বাসিন্দা৷ তবে মেয়রের কার্যালয় বলছে, বেজোসের ইয়ট তৈরিকে ঘিরে আর্থিক লাভ হচ্ছে এবং এতে অনেকের চাকরি হয়েছে৷ ব্রিজকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনারও অঙ্গীকার করা হয়েছে৷
সেতু খোলা ও লাগানোর যাবতীয় খরচ বেজোস দেবেন বলেও জানানো হয়েছে৷