করোনাকালে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে উইমেন এন্ড ই কমার্স (উই) এর অবদানের প্রশংসা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক । দেশীয় পণ্যে নিজেরা উৎপাদন ও দেশে এবং দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি সকল নারী উদ্যোক্তাদের প্রশংসা করেন । ই-কমার্স দেশের মানুষকে নতুন পথ দেখিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে উইমেন এন্ড ই-কমার্স (উই) আয়োজিত দু’দিনব্যাপী ‘৫ম উই কালারফুল ফেষ্ট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বিশেষ অতিথি জুনায়েদ আহমেদ পলক বলেন, উই সব সময় নারীদেরকে নিয়ে ভিন্ন রকমের সকল চিন্তা ভাবনা এবং কাজ করে থাকে,উই কালার ফুল ফেস্ট তেমনই একটি ভিন্ন আয়োজন।এই কারণেই উই এ যুক্ত প্রায় ১২ লক্ষ নারী খুব ভালোভাবে এগিয়ে যেতে পারছে। ভবিষ্যতে তারা আরো ভালো করতে পারবে এবং উই এর হাত ধরে এগিয়ে যেতে পারবে।
পলক বলেন, দেশের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছেন। প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন। ই-কমার্সে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। দেশের মানুষের জন্য তথ্য প্রযুক্তি সেবা সহজ করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে মানুষ তথ্য প্রযুক্তির সুবিধা ভোগ করছেন। আগামী ২০২৫ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষমাত্রা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর আলতাফ হোসাইন, বেসিস এর প্রেসিডেন্ট রাসেল তানভীর আহমেদ,ই ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার,উত্তম বনিক,দারাজ থেকে সৈয়দ আনিসা মোর্শেদ এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উদ্যোক্তাদের দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ। দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮ স্টল, তাদের স্টল জুড়ে ছিল শাড়ি, গয়না,মসলা, ইত্যাদি বিভিন্ন দেশীয় পণ্যের সম্ভার।