উৎসব-পার্বণের জন্য বিশেষ শাড়ি হোক বা রোজকার পরার জন্য সাদাসিধে শাড়ি, দেশীয় তাঁতের শাড়ি বলতে একসময় শুরুতেই মাথায় আসতো মানিকগঞ্জের দেশীয় তাঁতের শাড়ির নাম।
শহুরে মানুষজন যখন দেশীয় তাঁতশিল্পের কদর ভুলতে বসেছে ঠিক তখনই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তাঁতশিল্পের প্রচার ও পরিচিত বাড়াতে ডিজিটাল পল্লী মেলার আয়োজন করতে চলছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। মানিকগঞ্জের তাঁত পণ্য, বিশেষ করে শাড়ির প্রচারের জন্যই এই মেলার আয়োজন হচ্ছে।
আগামী ২৯ মে, ২০২২ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), ই-ক্যাব ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর সম্মেলিত উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে এই আয়োজন হচ্ছে।