নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। দেশেই নিজস্ব কারখানায় স্মার্টফোন তৈরি করছে ওয়ালটন।
বিগত বছরগুলোর ন্যয় এ বছরও স্মার্টফোনপ্রেমীদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নানা মডেলের ও নানা ফিচারের ভরপুর সব নতুন স্মার্টফোন।
এ বছরে ওয়ালটনের প্রথম স্মার্টফোন ‘প্রিমো আরএক্সফাইভ’, এরপর গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে বছরজুড়ে স্মার্টফোনে এনে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে প্রযুক্তিপণ্যের বাংলাদেশি মাল্টিন্যাশনাল এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে থেকে সেরা স্মার্টফোন নিয়ে এ প্রতিবেদন।
প্রিমো এফনাইন : বাজেট সাশ্রয়ী ফোনের বাজারে এ বছরে ওয়ালটনের জনপ্রিয় একটি ফোন ‘প্রিমো এফনাইন’। ৪জি প্রযুক্তির এই স্মার্টফোনের মূল্য মাত্র ৪,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ৯ পাই (গো এডিশন) চালিত ‘প্রিমো এফনাইন’ ফোনে প্রয়োজনীয় গতি নিশ্চিতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ডিডিআর৩ র্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। রয়েছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ৫.৪৫ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লে সুবিধার এই ফোনের উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফোনটি সেপ্টেম্বরে বাজারে নিয়ে আসে ওয়ালটন।
প্রিমো জি নাইন: ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির ৪জি স্মার্টফোন এটি। অক্টোবরে বাজারে আসা আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম রাখা হয় মাত্র ৫,৯৯৯ টাকা। দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে খুব শিগগির চালু হতে যাচ্ছে দ্রুতগতির ভিওএলটিই সেবা। তার আগেই এ প্রযুক্তির স্মার্টফোন সবার কাছে পৌঁছে দিতে ওয়ালটন নিয়ে আসে সাশ্রয়ী দামের ফোনটি। ৫.৪৫ ইঞ্চি স্ক্রিনের ফুল-ভিউ ডিসপ্লের ‘প্রিমো জি নাইন’ ফোনে রয়েছে হয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ২ জিবি ডিডিআর৪ র্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড। এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য সামনেও রয়েছে বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-আয়ন ব্যাটারি।