ইনস্ট্যান্ট লোন সম্পর্কিত অ্যাপের সংখ্যা দিনকে দিন বাড়ছে। প্রয়োজনের তাগিদে এসব অ্যাপ থেকে লোন নিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। এমন অবস্থায় ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার পার্সোনাল লোন সম্পর্কিত অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল।
গুগল জানিয়েছে, প্লে স্টোরে অনেক ভুয়া ইনস্ট্যান্ট লোন অ্যাপ রয়েছে। শর্ত লঙ্ঘন করায় প্রায় ২ হাজার এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি এসব অ্যাপের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
এখন থেকে পার্সোনাল লোন সম্পর্কিত অ্যাপের ক্ষেত্রে আগে থেকেই ঘোষণা দিতে হবে। নথিপত্র যাচাই করে নেবে গুগল। কোনো অ্যাপ যদি রিজার্ভ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত হয় তাহলে লাইসেন্সের কপি গুগলের কাছে জমা দিতে হবে।
এই প্রসঙ্গে গুগল এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর এবং ট্রাস্ট অ্যান্ড সেফটির প্রধান সৈকত মিত্র বলেন, করোনার পর ভারতে অ্যাপে লোন নেওয়ার প্রবণতা বেড়েছে। মূলত ভারতীয় ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সাথে পরামর্শ করে এই ধরনের যাবতীয় অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এসব ভুয়া অ্যাপ দেখতে হুবহু আসল অ্যাপ্লিকেশনের মতো, ফলে গ্রাহকদের মনে বিন্দুমাত্র সন্দেহের সৃষ্টি হয় না। যার দরুন সহজেই ফাঁদে পড়েন ব্যবহারকারীরা এবং হ্যাকিংয়ের মতো ঘটনা ঘটে।