এবছরের শুরুতেই বাজারে আসে সাশ্রয়ী মূল্যে স্যামসাং এর দূর্দান্ত এম সিরিজের দুটি স্মার্টফোন। উন্নতমানের ইনফিনিটি-ভি ডিসপ্লে, আল্ট্রা-ওয়াইড লেন্স সমৃদ্ধ ডুয়াল ক্যামেরা, দীর্ধস্থায়ী ব্যাটারি, অধিক শক্তিশালী প্রসেসর এবং ৯.৫ ইউজার এক্সপেরিয়েন্স সমৃদ্ধ এই স্মার্টফোনগুলো বাজারে আসা মাত্রই উঠে আসে ক্রেতাদের পছন্দের শীর্ষে। বাজারে আনার এতোদিন পরও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই স্যামসাং বাংলাদেশ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এই রমজানে পুনরায় বাজারে নিয়ে এলো এ দুটি হ্যান্ডসেট।
গ্যালাক্সি এম টেন মডেলের হ্যান্ডসেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই হ্যান্ডসেটটিতে থাকছে এইচডি+ রেজুল্যুশনের ৬.২২ ইঞ্চির ডিসপ্লে। ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ বা রম।
স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টিতে থাকছে গ্যালাক্সি এম টেন-এর অনুরূপ রিয়ার ক্যামেরা, তবে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। গান শোনবার জন্যে ফোনটিতে রয়েছে ডলবি এটমোস প্রযুক্তি। তবে এই মডেলের সবচেয়ে দূর্দান্ত দিকটি হচ্ছে এর শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জ দিয়েই এই ফোনটি দিয়ে টানা ৪৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সম্ভব। শক্তিশালী এই ব্যাটারিটি দ্রুত চার্জ করতেই এর সাথে রয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ডিসপ্লেতে রয়েছে ফুলএইচডি+ রেজুল্যুশনের ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।
ফলে বোঝাই যাচ্ছে কেনো গ্যালাক্সি এম সিরিজ ফোনগুলো বাজার দাপিয়ে বেড়াচ্ছে, কোনো ক্রেতাদের কাছে ডিভাইসটির চাহিদা এতো বেশি। উল্লেখিত ফোন দুটি বাজারে আসার সাথে সাথেই বিক্রিতে শীর্ষে চলে গিয়েছে। পরবর্তীতে স্টক শেষ হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকেই খালি হাতে ফিরে যেতে হয়েছে। ক্রেতাদের জন্যই যেহেতু আজ শীর্ষস্থানে অবস্থান করছে স্যামসাং, সেহেতু ক্রেতাদের কথা চিন্তা করে, তাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতেই নতুন করে গ্যালাক্সি এম সিরিজের ফোন দুটি অনলাইনসহ দেশব্যাপি স্যামসাংয়ের সব স্টোর এবং অনুমোদিত মোবাইল আউটলেটগুলোতে নতুন স্টক সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। খালি হাতে আর ফিরে যেতে হবে আর কাউকে। পবিত্র ঈদ-উল-ফিতরে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই স্যামসাংয়ের এই প্রচেষ্টা।