অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসা উদ্ভাবনী ফিচারগুলো উপভোগ করে ব্যবহারকারীর জীবনমানকে আরও উন্নত করতে কাজ করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। ক্রেতাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে প্রযুক্তিগত উদ্ভাবনকে সবার কাছে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আইটেল নিয়ে এসেছে এস২৫ সিরিজ; যা প্রযুক্তিপ্রেমীদের জন্য অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ-মানের পারফরম্যান্স নিশ্চিত করবে। ইতোমধ্যে বাংলাদেশের বাজারে আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫, এই দুইটি নতুন স্মার্টফোন উন্মোচন করা হয়েছে, যা সকল শ্রেণিপেশার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই দু’টি স্মার্টফোনেই আছে যুগ ও জীবনমানের উপযোগী বিভিন্ন ফিচার, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। চলুন আজ এই দুইটি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং যাচাই করে দেখি, আপনাদের জন্য ঠিক কোনটি একদম যথার্থ হবে!
আইটেল এস২৫ আলট্রা
৬.৭৮ ইঞ্চির সুপার ব্রাইট ৩ডি-কার্ভড অ্যামোলেড স্ক্রিন সহ নিয়ে আসা এস২৫ আলট্রা ব্যবহারকারীদের চমৎকার রঙ ও স্বচ্ছতার অভিজ্ঞতা দেবে। ১২০ হার্জ হাই রিফ্রেশ রেটের কারণে ফোনটি স্ক্রল বা সোয়াইপ করা এখন আরও স্মুথ হবে, উপভোগ করা যাবে দুর্দান্ত ও দ্রুতগতির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। আর প্রতিদিনের ধকল থেকে ফোনটিকে সুরক্ষিত রেখে এর স্থায়িত্ব নিশ্চিত করবে কর্নিং গরিলা গ্লাস৭আই প্রোটেকশন। এর ইন্টিগ্রেটেড মেটাল ইনার ফ্রেম সহ ৬.৯ মিলিমিটারের আলট্রা স্লিম বডির কারণে ডিভাইসটির লুক হয়েছে অনবদ্য; যা ডিজাইনের নান্দনিকতাকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি, ব্যবহারকারীর রুচিশীলতাকেও ফুটিয়ে তুলতে সক্ষম। এই ফোনে হাতে থাকলে সবার নজর আপনার ওপর পড়তে বাধ্য।
অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এতে ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস রয়েছে। ঘরে থাকুন বা বাইরে, ফোন নিয়ে ব্যবহারকারীকে একদম দুশ্চিন্তামুক্ত রাখতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার। আবার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধা থাকায়, ফোন অন করার ক্ষেত্রে সাইড-মাউন্টেড বাটন খোঁজার ঝামেলাও নেই! খুব সহজেই এখন আপনি নিজের ফোনটি আনলক করতে পারবেন।
যাই হোক, এস২৫ আলট্রা কেবল দেখতেই অনবদ্য নয়, এর পারফরম্যান্সও দুর্দান্ত। এতে রয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং বা ভারী গ্রাফিক্সের গেমস যাই করুন না কেন, কোনো প্রকার ল্যাগ ছাড়াই নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম (৮জিবি + ৮জিবি এক্সটেন্ডেবল র্যাম) থাকায় এর স্টোরেজ ও অ্যাপ ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে। এখন আর ব্যবহারকারীদের কোনো তথ্য অথবা ছবি ডিলিট করতে হবে না।
ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি অসাধারণ! এতে রয়েছে ম্যাক্রো লেন্সের সাথে যুক্ত ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা, যা যেকোনো পরিস্থিতিতে চমৎকার ছবি তুলতে সক্ষম।
এসব অসাধারণ ফিচারের পাশাপাশি, আইটেল এস২৫ আলট্রা ব্যবহারকারীদের জন্য আরও বেশকিছু সুবিধা নিয়ে এসেছে। এর আরজিবি লাইট নোটিফিকেশন ফিচারের মাধ্যমে ফোনের স্ক্রিনে না তাকিয়েও ব্যবহারকারীরা সহজেই নতুন নোটিফিকেশন সম্পর্কে জানতে পারেবেন; কারণ যেকোনো নোটিফিকেশন আসা মাত্রই এটি বিভিন্ন রঙের মাধ্যমে আপনাকে নোটিফিকেশন সম্পর্কে জানান দিবে। তার ওপর, আইআর রিমোট কন্ট্রোল সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমে দূর থেকে ঘরের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। ফোনটিতে আরও রয়েছে এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন ও আস্ক এ আইয়ের মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন ফিচার, যা আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এতসব আধুনিক ফিচার থাকার পরও ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, কারণ এস২৫ আলট্রা ফোনে দীর্ঘসময় ধরে শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার (টাইপ-সি) রয়েছে। এছাড়া, ডিভাইসটিতে ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, যা ভবিষ্যতেও ফোনটির কার্যক্ষমতা বজায় রাখবে। এত সব অসাধারণ ফিচার থাকার পরও, আইটেল এস২৫ আলট্রার দাম মাত্র ১৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। অবিশ্বাস্য, তাই না!
আইটেল এস২৫
অন্যদিকে, আইটেল এস২৫ আকর্ষণীয় মূল্যে চমকপ্রদ উদ্ভাবনী ফিচার নিয়ে এসেছে, যেখানে মানের সাথে কোনো আপস করা হয়নি। ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের এই ফোনটিতে রয়েছে ১৮০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা, ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিন একদম ঝকঝকে দেখা যাবে। এই ফোনে রয়েছে টাইগার ৬২০ প্রসেসর, ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন অনন্য পারফরম্যান্স। মাত্র ৭.৩ মিলিমিটারের স্লিম বডি ও ডিটিএস সাউন্ড সিস্টেম থাকার কারণে, এই ফোনটি কেবল পারফরম্যান্সেই নয়, ভিউয়িং অভিজ্ঞতার ক্ষেত্রেও অনন্য। ফোনটিতে আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার-রেজিস্ট্যান্ট সুবিধা থাকায় এটি ধুলো ও পানির ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে, ফলে যে কোনো পরিস্থিতিতেই ডিভাইসটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ফোনের ক্ষতি হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ তৈরি করবে এই স্মার্টফোন। সাবলীল এক্সেস নিশ্চিত করতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রয়েছে।
ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য আইটেল এস২৫ একটি চমৎকার পছন্দ হতে পারে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা স্বচ্ছ ও ঝকঝকে ছবি তুলতে সক্ষম। এছাড়াও, ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা যেকোনো আলোতে নিখুঁত সেলফি তুলতে সহায়তা করবে; ফলে আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার মতো ছবি তুলতে পারবেন অনায়াসে। এই ফোনটিকে আরও সুবিধাজনক করে তুলতে এআই নয়েজ ক্যান্সেলিং, আইআর রিমোট কন্ট্রোল ও এনএফসি ক্যাপাবিলিটি সংযোজন করা হয়েছে, যা ব্যবহারকারীর প্রতিদিনের কাজকে আরও সহজ করে তুলবে।
এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জার (টাইপ-সি), যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ১২ জিবি র্যাম (৬জিবি + ৬জিবি এক্সটেন্ডেবল র্যাম) থাকায় আইটেল এস২৫ দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন পারফর্ম করতে সক্ষম, ফলে ব্যবহারকারীরা পুরো দিনজুড়ে নিশ্চিন্তে ফোন ব্যবহার করার সুযোগ পাবেন। সাধারণত এই একই দামের ফোনগুলোতে স্টোরেজ সীমিত থাকে; তবে এস২৫-এ ১২৮ জিবি রম (স্টোরেজ) থাকায় ব্যবহারকারীদের ছবি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলার দরকার হবে না। মাত্র ১৩,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য) দামের মধ্যে আইটেল এস২৫ হলো সেরা বিকল্প। বিশেষ করে, যারা উন্নতমানের ফিচার ও দুর্দান্ত পারফরম্যান্স একইসাথে সাশ্রয়ী মূল্যে চাইছেন, তাদের জন্য এই ফোনটি একদম যথার্থ হবে।
ইতোমধ্যে অসাধারণ গুণগতমান ও উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আইটেল। এস২৫ আলট্রা ও এস২৫ ফোন দুটি তারই প্রমাণ, যেখানে আধুনিক ডিজাইন ও উন্নত প্রযুক্তির অনন্য সমন্বয় ঘটেছে। যা স্মার্টফোনপ্রেমীদের জন্য সত্যিকারের ফ্ল্যাগশিপ-মানের অভিজ্ঞতা নিশ্চিত করবে; তাও আবার অবিশ্বাস্য মূল্যে! যদি আপনি এই বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ-মানের পারফরম্যান্স খুঁজে থাকেন, তবে আইটেল এস২৫ সিরিজ নিশ্চিতভাবেই আপনার প্রত্যাশা পূরণ করবে। তাহলে আর দেরী কেন? এখনই আপনার নিকটস্থ আউটলেট থেকে সেরা ফোনটি সংগ্রহ করে নিন!