বাংলাদেশের বাজারে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর সংবলিত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৭ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। রেডমি সিরিজের শক্তিশালী কার্যক্ষমতার ডিভাইসটির ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা।
শাওমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেডমি নোট ৭ প্রোতে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, যা দ্রুত কার্য সম্পাদনের নিশ্চয়তা দেবে।
ডিভাইসটি বিষয়ে শাওমির ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, ‘সবার জন্য উদ্ভাবন—এই দর্শনের সমর্থনে রেডমি নোট লাইনে রেডমি নোট ৭ প্রো একটি অনন্য সংযোজন। নোট ৭ প্রোতে ‘অরা’ ডিজাইন ব্যবহার করা হয়েছে। যে কারণে ডিভাইসটি সবার পছন্দ হবে।’
ডিভাইসটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির ডট নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে সুরক্ষায় ব্যবহূত হয়েছে করনিং গরিলা গ্লাস ৫।
এমআইইউআই ক্যামেরার অ্যালগরিদমগুলোর সঙ্গে সমন্বিত রেডমি নোট ৭ প্রো ব্যবহারকারীরা লাইভ পোর্ট্রেট, লাইভ স্টুডিও পোর্ট্রেটসহ আরো অনেক ফিচার ব্যবহারের সুবিধা পাবেন।