চীনভিত্তিক অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি, যা ভারতে এক্সক্লুসিভ স্মার্টফোন গবেষণা এবং উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। রিয়েলমি ব্র্যান্ডের প্রথম হ্যান্ডসেট স্থানীয় বাজারের আগে ভারতে উন্মোচন করা হয়েছিল। বর্তমানে এ ব্র্যান্ডের গবেষকরা প্যারেন্ট কোম্পানি অপোর গবেষণা ও উন্নয়ন সেন্টারে কাজ করছেন।
রিয়েলমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ বলেন, চীনে তাদের একটি বৈশ্বিক গবেষণা ও উন্নয়ন সেন্টার রয়েছে। যেখানে ৩০০ কর্মী গবেষণার কাজ করছেন। কিন্তু রিয়েলমির পণ্যের উন্নয়নে আমরা ভারতে একটি এক্সক্লুসিভ উন্নয়ন সেন্টার গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ভারতের বাজারকেন্দ্রিক পণ্য উন্নয়ন ও উন্মোচন সহজ হবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতে ১৯ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহের মাধ্যমে বাজারটির ৬ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছে রিয়েলমি। একই প্রান্তিকে বাজারটির শীর্ষে থাকা শাওমি সরবরাহ করেছে ৯৮ লাখ ইউনিট স্মার্টফোন এবং এর বাজার দখল পৌঁছেছে ৩০ দশমিক ৬ শতাংশে।