শাড়ির রাখার তাকে যেমন থাকে নিত্য ব্যবহারের শাড়ি, তেমনি জামদানি-মসলিনের মতো শাড়িগুলোও থাকে। এক এক ধরনের শাড়ির যত্ন এক এক রকম। জেনে নিন দীর্ঘদিন শাড়ি ভালো রাখতে চাইলে কোন শাড়ির যত্ন কীভাবে নেবেন।
শাড়ির রাখার তাকে যেমন থাকে নিত্য ব্যবহারের শাড়ি, তেমনি জামদানি-মসলিনের মতো শাড়িগুলোও থাকে ।তাঁতের শাড়ি যেমন সুতি শাড়ি,জামদানি মোটিফে হাফসিল্ক,হাফসিল্ক মসলিন,টাঙ্গাইলের হাফসিল্ক শাড়ি,পাটি শাড়ি,বালুচরি শাড়ি সহ ইত্যাদি শাড়ি আপনি একই নিয়মে যত্ন নিতে পারবেন শুধুমাত্র জামদানী শাড়ি এবং মনিপুরী শাড়ি ছাড়া।আমি জামদানী শাড়ি সব সময় কাটা ওয়াশ করাই এবং মনিপুরী শাড়ি ড্রাই ওয়াশে দেই। বাসায় এই দুইটা শাড়ি ক্লিন করিনা। অন্যান্য প্রায় সব শাড়িই একই নিয়মে বাসায় যত্ন নিতে পারবেন। শাড়ির যত্নের উপর ভালো থাকে। এক এক ধরনের শাড়ির যত্ন এক এক রকম। জেনে নিন দীর্ঘদিন শাড়ি ভালো রাখতে চাইলে কোন শাড়ির যত্ন কীভাবে নেবেন।
১/শাড়ির পারে সব সময় ফলস লাগানো উচিৎ। আমি লাগিয়ে নেই। এতে পায়ের স্যান্ডেলের নিচে শাড়ির লাগলে ছিড়ে যায়না।
২/বাইরে থেকে এসে শাড়ি ডিরেক্ট ওয়াশ করবেন না। আগে বাতাসে ঘাম শুকিয়ে নিবেন।
৩/বেনারসি কাতান শাড়ি কিন্তু ড্রাই ওয়াশ করে কাগজে মুড়িয়ে ভাঁজ করে আলমারিতে রাখলে ভালো থাকে।
৪/সুতি শাড়িতে কোন দাগ লেগে গেলে সেখানে পাউডার ছিটিয়ে রাখুন এরপর ড্রাই ক্লিনিং এ দিন।
৫/তাঁতের সুতি শাড়ি ক্ষারযুক্ত সাবান দিয়ে নয় বরং শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন।
৬/শাড়ি কখনোই গরম পানিতে ধৌত করবেন না।
৭/সরাসরি কড়া রোদে শাড়ি শুকাতে দিবেন না এতে করে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
৮/শাড়ি ওয়াশ করার পর অবশ্যই আয়রন করে আলমারিতে উঠিয়ে রাখবেন।
৯/আলমারিতে শাড়ি ঝুলিয়ে রাখতে পারলে ভালো বেনারসি কাতান ছাড়া।
১০/শাড়ির ভাঁজে ন্যাপথনলিন দিয়ে রাখবেন।
১১/কয়েক দিন পর পর আলমারি থেকে শাড়ি বের করে হালকা রোদে দিয়ে বাতাসে শুকিয়ে আবার আলমারিতে তুলে রাখবেন।
১২/প্রতিনিয়ত শাড়ি ওয়াশ করার প্রয়োজন নেই।যেকোন শাড়ি আয়রন করে পরপর তিনবার পরা যায়।
লেখক
জান্নাতুল ফেরদৌস তিথি
স্বত্বাধিকারী :বৃত্তকথন