সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যেকোন মানুষের জন্যই কঠিন কাজ সেটি। একজন নারীর জন্য সেটা আরো কঠিন। নারী হিসেবে যেখানে ব্যবসা করা অনেক কঠিন সেখানে দেশের প্রথম নারী ই-কমার্স মাছ ব্যবসায়ী আয়শা সিদ্দিকা । নিজে কে তৈরি করছেন মৎস কন্যা হিসেবে । তিনি মনে করেন এটা তার জন্য গর্বের ও চ্যালেঞ্জের।
আয়শা সিদ্দিকা বলেন, ছোটবেলা থেকেই ছিল ব্যবসার প্রতি প্রবল আগ্রহ। ৬ বছর গার্মেন্টস এক্সসরিজে সুনামের সাথে ব্যবসা করে ই-কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা বুঝতে পেরেছি। ১২ ডিসেম্বর ২০১৯ সালে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর উপদেষ্টা এবং সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদের পরামর্শে নিজেকে পরিচিত করেছি। ৮ জানুয়ারী ২০২০ ঢাকার গ্রীন রোড ও ধানমণ্ডিতে দক্ষিণ বঙ্গের মাছ নিজে ডেলিভারি দেওয়ার মাধ্যমে শুরু করেছি ফিসঢাকা ডটকম।
তিনি আরও বলেন, মাছের বাজারে গ্রাহকদের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় রোধ করতে আমরা কাজ করছি। সবাই আঞ্চলিক মাছ গুলো চিনবে, স্বাদ নিতে দেশের যেকোনো প্রান্ত থেকে হাতের নাগালে পাবে, আমাদের সাজেশন করা ম্যানু গুলো সহায়ক হবে তাদের খাবারে। ঝামেলা বিহীন মাছ কেনাকাটায় পছন্দের তালিকায় প্রথমে থাকবে ফিসঢাকা ডটকম। দক্ষিণ বঙ্গের আঞ্চলিক ও ফরমালিনমুক্ত মাছ প্রতিটি বাড়ির খাবার টেবিলে পৌঁছে দেওয়া আমার স্বপ্ন।
‘ফিসঢাকা ডটকম’কে তিনি একটি ব্র্যান্ড বানাতে চান। আপাতত ব্যবসা করতে গিয়ে মাছ চেনার পাশাপাশি মানুষ চেনার সুযোগও তাঁর হচ্ছে। কাজ করতে করতে নতুন অভিজ্ঞতা ঝোলায় যোগ হচ্ছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফিসঢাকা ডটকমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান আয়শা সিদ্দিকা।
তিনি বলেন, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে নিয়োমিত কাস্টমার মিটআপ আয়োজন করে চলেছি । গত বছর ডিসেম্বর মাসের ঢাকার উত্তরায় এক রেস্টুরেন্টে কাস্টমার মিটআপ আয়োজন করি সেখান থেকে বেশ ভালো সাড়া পাই । ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ এর পরামর্শ ফিসঢাকা.কম এর টপ ১০ জন ক্রেতা ও গ্রুপের টপ ১০ জন কন্ট্রিবিউটর কে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করি।
অনেকের কটু কথা শুনেছেন, এখনো শুনতে হচ্ছে। লোকের কথায় কান দেয়নি। বললেন, ‘আমি জানি, যদি ব্যবসা করে সফল হতে পারি, আজকে যাঁরা বাঁকা কথা বলছেন তাঁরাই আমার প্রশংসা করবেন।’