উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই)কর্তৃক আয়োজিত” উই কালারফুল ফেস্ট ২০২২”অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল আজ ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে। দুই দিনের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের ১ম দিনে উপস্থিত ছিল প্রায় হাজারের ও বেশি উদ্যোক্তা। আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড, ফুড পান্ডা।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উদ্যোক্তাদের দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ। দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮ স্টল, তাদের স্টল জুড়ে ছিল শাড়ি, গয়না,মসলা, ইত্যাদি বিভিন্ন দেশীয় পণ্যের সম্ভার।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে অনুষ্ঠানের প্রধান অতিথি টিপু মুনশি বলেন, নারীদের নিয়ে উই এমন একটা কাজ করছেন সেটি সত্যি অসাধারণ। বর্তমানে উই এমন একটি প্লাটফ্রম হয়ে দাঁড়িয়েছে যেখানে নারীরা নিশ্চিন্তে থাকতে পারে যে তারা তাদের উদ্যোগ নিয়ে ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারবে।তিনি নারীদের নিয়ে এমন একটা কাজের জন্য নাসিমা আক্তার নিশা কে সাধুবাদ জানান।
তিনি আরো বলেন নারীদের সার্বিক সহযোগিতার জন্য বানিজ্য মন্ত্রনালয় সব সময় সবসময় উই এর পাশে থাকার চেষ্টা করবেন।
বিশেষ অতিথি জুনায়েদ আহমেদ পলক বলেন, উই সব সময় নারীদেরকে নিয়ে ভিন্ন রকমের সকল চিন্তা ভাবনা এবং কাজ করে থাকে,উই কালার ফুল ফেস্ট তেমনই একটি ভিন্ন আয়োজন।এই কারণেই উই এ যুক্ত প্রায় ১২ লক্ষ নারী খুব ভালোভাবে এগিয়ে যেতে পারছে। ভবিষ্যতে তারা আরো ভালো করতে পারবে এবং উই এর হাত ধরে এগিয়ে যেতে পারবে।
উই কালারফুল ফেস্ট নিয়ে উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা সব সময় চেয়েছি নারী উদ্যোক্তাদের জন্য ভালো কিছু করতে, আর সেই ভালো কিছুর একটা অংশ হলো উই কালারফুল ফেস্ট। যেখানে উদ্যোক্তারা তাদের দেশীয় পণ্য সমূহ সবার সামনে তুলে ধরতে পারছে। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা দেশীয় পণ্য গুলো ও উঠে আসছে। ভবিষ্যতে এমন আরো অনেক আয়োজন নিয়ে উই সব সময় নারীদের পাশে থাকবে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর আলতাফ হোসাইন, বেসিস এর প্রেসিডেন্ট রাসেল তানভীর আহমেদ,ই ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার,উত্তম বনিক,দারাজ থেকে সৈয়দ আনিসা মোর্শেদ এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।