আমরা অনেকেই গেমিং করে থাকি হোক সেটা ফোনে বা হোক সেটা কম্পিউটারে। আবার আমাদের গেমেরও বিভিন্ন ধরণের পছন্দ আছে। যেমন কারোর পছন্দ রোল প্লেয়িং বা আরপিজি গেম আবার কারোর পছন্দ আর্কেড গেম। কারোর পছন্দ অ্যাকশান গেমা আবার কারো পছন্দ রেসিং গেম। আবার আমাদের এই বিভিন্ন ধরণের পছন্দের ক্যাটেগরিতেও আছে অংখ্য পরিমান গেম। সেগুলোর মধ্যে কিছু গেম ভাল আবার কিছু গেম খারাপ। কোন গেমের রিকোয়ারমেন্ট বেশি আবার কোন গেম কম স্পেসিফিকেশানেও দারুণ খেলা যায়। কিছু গেম অনলাইন আবার কিছু গেম অফলাইনে চলে। আবার অনেক গেম আছে যেগুলো খেলতে হলে অথবা খেলায় সুবিধা পেতে হতে টাকা খরচ করতে হয়। তবে চলুন জেনে নেই এমন এক গেম যা উইন্ডোজ ডিভাইসে খুব সহজেই খেলা যাবে আর এটা খেলতে টাকাও লাগে না। আর এটা আপনি সিঙ্গেল প্লেয়ার বা মাল্টি প্লেয়ার যেকোনটায় খেলতে পারবেন যেকোন স্পেসিফিকেশানের ডিভাইসেই। তবে চলুন আর কথা না বাড়িয়ে এই গেম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আপনারা অনেকেই হয়ত মনে করতে পারেন যে এই গেমের নাম হয়ত Asphalt 9 : Legends কিন্তু আসলে আমি এই গেমের ব্যপারে কথা বলছি না। আসলে রেসিং গেমের মধ্যে আমরা যেসকল গেম সাধারণ খেলে থাকি ও চিনে থাকি সেগুলোতে প্রচুর অ্যানিমেশান ব্যবহার করা হয় যা কম ফ্রেম ফ্রেটে বেশ বাজে লাগে। আর হ্যাঁ, এখানে কম ফ্রেম রেট বলতে আমি ৬০ বুঝিয়েছি। তবে যে অ্যানিমেশানগুলো ৬০ ফ্রেম রেটে বাজে লাগে সেই অ্যানিমেশানগুলো ১২০ ফ্রেম রেটে গেলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তবে সেটা নিয়ে আর কথা না বাড়াই। আসলে আমি যে গেমের কথা বলছি সেই গেমের নাম হলো GT Racing 2 : The real car experience যা আসলেই দুরদান্ত।
গেমলফট কম্পানির এই গেম আসলেই অনেক বাস্তব সম্মত। এতে আছে ৪টি আলাদা আলাদা ভিউইং পয়েন্ট তাই আপনার যেই অ্যাঙ্গেল ভাল লাগবে সেই অ্যাঙ্গেলেই আপনি চাইলে খেলতে পারবেন। এতে আহামরি খুব এনিমেশন নেই। বেশ সাধারণ এনিমেশন আর এই গেম খেলতে কোন টাকা লাগে না। তবে হ্যাঁ, এই গেমের মধ্যে আপনি চাইলে টাকা খরচ করে টপ আপ করতে পারেন তবে যা আপনি টাকা দিয়ে টপ আপ করবেন তা আপনি কিছু সময় খেললে, কিছু সংখ্যক রেস কমপ্লিট করলে, যেকোন রেস খেললে বা লেভেল আপ করলে এমনিই পাবেন।
এই গেমে আছে অনেক ব্র্যান্ডের বিভিন্ন রকম গাড়ি। আপনার যেই ব্র্যান্ডের যে মডেলের গাড়ি পছন্দ আপনি চাইলে গেমের কারেন্সি খরচ করে সেটা কিনতে পারেন। আর গাড়ির সাউন্ড অনেক রিয়ালিস্টিক। গ্রাফিক্স অসাধারণ। কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই বেশ স্মুথভাবে বেশ ভাল মানের গ্রাফিক্সে খেলা গেছে।
শুধু মাত্র উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হলেই এই গেম আপনি খেলতে পারবেন। তবে এই গেম তাদের সাপোর্ট উইন্ডোজ ১১ তে দিবে কিনা তা বলা যাচ্ছে না। আর এই গেম আপনি টাচ স্ক্রীন, এক্সবক্স কন্ট্রোলার এবং কি-বোর্ড দিয়ে খেলতে পারবেন। আর এই গেম আপনি অন্য কোন অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রোইড বা ম্যাক বা আইওএস এ খেলতে পারবেন না। আর এই গেম খেলতে হলে আপনার কম্পিউটারের মাইক্রোসফট স্টোরে গিয়ে এই গেমের নাম লিখে সার্চ করুন এবং আপনি প্রথমদিকেই এটা পেয়ে যাবেন।