রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাইরে সুনসান নীরবতা। চারদিকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ক্যাম্পের ভেতরে প্রবেশের ছক আঁকছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি চৌকস দল।
ভেতরে প্রবেশ করে পরিস্থিতি বুঝে ওঠার আগেই শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। ক্যাম্পের ভেতরে অবস্থানরত সন্ত্রাসীদের আকস্মিক হামলায় প্রাণ হারান তিন র্যাব সদস্য, আহত হন আরো একজন। হতাহতদের পেছনে রেখেই সন্ত্রাসীদের নির্মূলে এগিয়ে যান বাকি দুই সদস্য। কিছুক্ষণ পর আহত সেই সদস্য জ্ঞান ফিরে পান। তার চারপাশে সহযোদ্ধাদের মরদেহ। তাদের মৃত্যুর বদলা নিতে এগিয়ে যান সন্ত্রাসীদের ভয়ংকর এ আড্ডায়।
এটি ২০১৮ সালের ২১ জুন জেনেভা ক্যাম্পে পরিচালিত মাদকবিরোধী অভিযানের কোনো বর্ণনা বা ঘটনা নয়। তবে এসব অভিযানে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সাহসিকতা ও বীরত্বের উদাহরণ তৈরি করে এসেছেন, সেসব ঘটনাকে মোবাইল গেমসের পর্দায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ফার্স্ট পার্সন শুটিং গেম ডিউটি অব অনার নির্মাণ শুরু করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এএম রাকিবুল হোসেন।
প্রায় তিন-চার মাস আগে রাকিবুল ও তার বন্ধু ইনতেশার আবরার এ গেম নির্মাণের কথা ভাবতে শুরু করেন। এরপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে শুরু করেন গেমসের প্রাথমিক কাঠামো নির্মাণকাজ। জেনেভা ক্যাম্প, র্যাব টিম, সন্ত্রাসীদের ট্যাকটিক্যাল মুভমেন্ট, সশস্ত্র আক্রমণসহ গতানুগতিক অ্যাকশন গেমের সব স্বাদই এতে যুক্ত করা হয়েছে।
বিশ্বজুড়ে যখন গ্র্যান্ড থেফট অটো (জিটিএ), প্লেয়ারস আননোন ব্যাটলগ্রাউন্ডস (পাবজি), কল অব ডিউটির মতো মাল্টিপ্লেয়ার গেমের জয়জয়কার চলছে, তখন বাংলাদেশের তরুণরাইবা পিছিয়ে থাকবে কেন, এমন চিন্তা থেকেই এ গেমস নির্মাণের বিষয়টি রাকিবুলের মাথায় আসে।
এ বিষয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, গেমটিতে ধীরে ধীরে একাধিক মিশন যুক্ত করা হবে। বাংলাদেশে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত বিভিন্ন অভিযানের প্লট, ম্যাপ ও চরিত্র নিয়ে এ গেমস তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে আরো মিশন, চরিত্র, সংলাপ ও গ্রাফিক্স উন্নয়নের কাজ করা হবে।
রাকিবুল বলেন, গেমটির প্রথম মিশন শুটআউট অ্যাট জেনেভা ক্যাম্প। ২০১৮ সালের ২১ জুন জেনেভা ক্যাম্পে র্যাবের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে এ মিশন সাজানো হয়েছে।
তিনি বলেন, মিশনটির হাই ডায়নামিক রেঞ্জ ইমেজিং (এইচডিআর), জেনেভা ক্যাম্প সদৃশ ম্যাপ, থ্রিডি সাউন্ড, বাংলার পাশাপাশি উর্দু ভাষার কথোপকথন একজন গেমারকে জেনেভা ক্যাম্পের পরিবেশে হারিয়ে যেতে বাধ্য করবে।
গেমটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এতে প্লট নির্ভর বিভিন্ন অবজেকটিভ ও অ্যানিমেটেড কাটসিনস ব্যবহার করা হয়েছে। এছাড়া গেমারদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে এর গেমপ্লে এক্সপেরিয়েন্স পাবজি বা কল অব ডিউটির মতো করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সেটি কিছুটা সময়সাপেক্ষ।
এএম রাকিবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এ গেমস অ্যান্ড্রয়েড প্লাটফর্মে প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে আইওএস ও উইন্ডোজ প্লাটফর্মেও এটি প্রকাশ করা হবে।
তিনি বলেন, বর্তমানে হলি আর্টিসানে জঙ্গি হামলা ও কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে গ্রেফতারের চাঞ্চল্যকর কাহিনী নিয়ে পরবর্তী এপিসোডগুলোর কাজ চলছে।
তরুণ এ নির্মাতা মনে করেন, জিটিএ খেলার মাধ্যমে গেমাররা সন্ত্রাসী চরিত্রকে লালন করে এবং তেমন ভাবনায় ডুবে থাকে। সেদিক থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বীরত্বগাথা নিয়ে নির্মিত এ গেম তরুণদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি, বিপদে এগিয়ে যাওয়ার গুণ বিকাশে সাহায্য করবে।