প্লেস্টেশন ৫ আনছে সনি। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে জাপানি এ প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে ২০২০ সালের আগে বাজারে এ নতুন গেমিং কনসোল আসছে না, সে ব্যাপারে নিশ্চিত করেছে কোম্পানির এক সূত্র। খবর ম্যাশেবল।
তিন বছর আগে প্লেস্টেশনের সর্বশেষ সংস্করণটি উন্মোচন করে সনি। এরপর নানা সময়ে প্লেস্টেশন ৫-এর গুজব শোনা গেলেও বাস্তবে কনসোলটি দেখা যায়নি।
এদিকে সনির সর্বশেষ আয়ের হিসাবে ইঙ্গিত দেয়া হয়েছে, ২০২০ সালের আগে বাজারে নতুন কোনো গেমিং কনসোল আসছে না। আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ মাসের মধ্যে নতুন প্রজন্মের কোনো প্লেস্টেশন বাজারে আসবে না। এ থেকে ধারণা করা হচ্ছে, ২০২০ সালের এপ্রিলের আগে প্লেস্টেশন ৫ উন্মোচনের সম্ভাবনা নেই।
পরবর্তী অর্থবছরে কোম্পানির মুনাফা কম হবে বলেও আশঙ্কা করছে সনি। নতুন কনসোলের উন্নয়নে খরচ বৃদ্ধিতে মুনাফা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে ধারণা করছেন, সনির নতুন গেমিং কনসোলটিতে ভিআর এবং ৮কে ভিডিও সমর্থন থাকবে। সঙ্গে টাচস্ক্রিনযুক্ত একটি কন্ট্রোলারও আনতে পারে সনি।