হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে একটি নতুন ফিচার নিয়ে আসে যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ভুলবশত পাঠানো মেসেজ সাত মিনিটের মধ্যে ডিলিট করে দিতে পারেন। প্রেরকের কাছে এই ফিচারটি ভালো হলেও প্রাপকের কাছে এটি বেশ বিরক্তিকর হয়ে পড়ে অনেক সময়, যে মেসেজটিতে আদৌ কি ছিল। এখানে আমরা আপনাদের এমন একটি পদ্ধতির কথা জানাবো যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়তে পারবেন।
তবে আপনাদের মনে রাখতে হবে যেন আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৪.৪ অথবা তার উপরে হয় এবং আপনার ফোনে একটি চালু ইন্টারনেট কানেকশন থাকে।
প্রথমে আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর খুলে নোটিফিকেশন হিস্ট্রি (Notification History) অ্যাপটি ইনস্টল করতে হবে।
তারপর অ্যাপটি খুলে আপনাকে নোটিফিকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস ‘অ্যালাউ’ করতে হবে।
এরপর থেকে এই অ্যাপটি আপনার সমস্ত নোটিফিকেশন হিস্ট্রি রেকর্ড করতে শুরু করবে।
এবার পুনরায় অ্যাপটি খুলে তাতে হোয়াটসঅ্যাপে ট্যাপ করলে আপনি হোয়াটসঅ্যাপের সমস্ত নোটিফিকেশন হিস্ট্রি পেয়ে যাবেন।
এবার সেই প্রেরকের নম্বরের সঙ্গে মেলালেই আপনি সেই মেসেজটি পেয়ে যাবেন। তবে এই অ্যাপটির কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সীমাবদ্ধতা:
অ্যাপটি ওই মেসেজটির প্রথম ১০০টি অবধি শব্দ রেকর্ড করতে পারে।
আপনি আপনার ফোনকে রিস্টার্ট করলে রেকর্ড হওয়া মেসেজগুলি ডিলিট হয়ে যাবে।
শুধুমাত্র যে মেসেজগুলি আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে এসে পৌঁছবে, আপনি সেই মেসেজগুলিকেই রেকর্ড করতে পারবেন।