কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে বাসা থেকে কাজের জন্য ভিডিও কলের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে। অফিসের কাজে ভিডিও কলের জন্য বেশিরভাগ ব্যবহৃত হয় ডেক্সটপ, ল্যাপটপ কম্পিউটার। কিন্তু এসব ডিভাইসের ক্যামেরা কোয়ালিটি তুলনামূলক স্মার্টফোন থেকে কম। তাই এই পরিস্থিতিতে ক্যাননের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী উইন্ডোজ ১০ পিসির জন্য ক্যানন ‘ইওএস ওয়েবক্যাম ইউটিলিটি’ নামে একটি সফটওয়্যার লঞ্চ করেছে। এই সফটওয়্যার দিয়ে ক্যাননের নির্ধারিত ক্যামেরা ডেক্সটপ অথবা ল্যাপটপে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে।
এই ফিচারটি সাপোর্ট করবে যেসব ক্যামেরায় তার তালিকা এবং সফটওয়্যারটি ডাউনলোড করতে এই ঠিকানায়
ভিজিট করুন
।
বর্তমামে এই সফটওয়্যারটি ক্যানোনের ২৫ টি ভিন্ন মডেলের ক্যামেরায় চলবে।
নিচের ভিডিওটি থেকে নির্দেশনা অনুসরণ করুন।