এসে গেছে বৃষ্টির দিন। এ সময় বাইরে বের হলে হঠাৎ বৃষ্টিতে ভিজতে পারে আপনার শখের স্মার্টফোন। মোবাইলে পানির ঢুকলে ফোন নষ্ট হয়ে যেতে পারে।
আসুন জেনে নিই মোবাইল ফোনে পানি ঢুকলে কী করবেন-
১. প্রথমে যে কাজটি করবেন তা হলো তাৎক্ষণিকভাবে ফোনটি বন্ধ করে দিন।
২. সিমকার্ড, ব্যাটারি ও কেসিংও খুলে ফেলুন।
৩. শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কিপ্যাড, কেসিং ভালোভাবে মুছে নিন।
৪. ফোন শুকাতে ভুলেও হেয়ার ড্রায়ার বা ওভেন ব্যবহার করবেন না। এতে ফোনের পার্টস গলে যেতে পারে, ঘটতে পারে বড় দুঘর্টনা।
৫. বৃষ্টির পর রোদ উঠলে কিছু সময় রোদে রাখতে পারেন ফোন। আর ভালোভাবে শুকিয়ে নিয়েই ফোন চালু করতে হবে।
৬. বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় ফোন ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়া উচিত।
৭. ফোনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যান।