ডিলিট হওয়া নম্বর ফিরিয়ে নিয়ে আসার নতুন ফিচার আনল গুগল কনট্যাক্টস। গুগল কনট্যাক্টসের এই ফিচারটি রিসাইকেল বিনের মতো কাজ করে। সেই জন্য এর নাম দেয়া হয়েছে ট্র্যাশ।
আপনি যখন গুগল কনট্যাক্টসের সাইটে গিয়ে আদার কনট্যাস্টের নিচে ট্র্যাশ অপশন দেখতে পাবেন। যে সব ফোন নম্বর ডিলিট হয়েছে সেই সব কন্টাক্ট এতে পেয়ে যাবেন। সঙ্গে এটাও জানা যাবে যে ফোন নম্বরটি অ্যাপ থেকে ডিলিট হয়েছিল না ওয়েবসাইট থেকে।
ডিলিট হওয়া কন্ট্যাক্টস ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব। এর সঙ্গে এটাও জানা যে কবে আর কখন ডিলিট করা হয়েছিল নম্বরটি। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকে – Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। কন্ট্যাক্টস যেখান থেকে ডিলিট হয়ে থাকুক, অ্যাপ বা ওয়েবসাইট, এখান থেকে সেটা রিকভার করা সম্ভব।
গুগল জানিয়েছে যে তাদের এই ফিচারটি শুধুমাত্র Google Contacts-এর ওয়েবসাইটেই রয়েছে। আগামী কিছু সপ্তাহের মধ্যে একটি জি সুইটের ব্যবহারকারী আর পার্সোনাল গুগল অ্যাকাউন্টের জন্য রোল আউট করা হবে। এই মুহূর্তে এই ফিচারটি অ্যাপে নেই।