ই কমার্স কি কোন বিজনেস ক্যাটাগরী? জ্বী না। এটা কোন ব্যবসায়িক মডেল ও না।
তাহলে ই কমার্স কি?
ই কমার্স হলো কোন বাণিজ্যের ইলেক্ট্রিকিকরন। অর্থাৎ প্রযুক্তির সংমিশ্রণ। বিজনেস কে প্রযুক্তির আওতায় আনা। ই কমার্স একটি টুলস যার মাধ্যমে আপনি আপনার উদ্যোগ কে প্রযুক্তির অন্তর্ভুক্ত করে উদ্যোগের প্রসার বাড়াতে পারেন।
সোজা একটা উদাহরণ ঈষিতা হাতে বানানো গয়না নিয়ে কাজ করে। তার একটা দোকান/ আউটলেট আছে। ঈষিতার হঠাৎ মনে হলো বিজনেস টা বাড়াতে হবে। সে ভাবলো আর একটা সেলস উইন্ডো ওপেন হোক। একটা নিজের ফেসবুক পেজ বা টার্গেট গ্রুপে নিজের পন্যের ছবি আপলোড করে সে তার পন্যের বিজ্ঞাপন দিলো,কাস্টমার অনলাইনে পেমেন্ট করে হোম ডেলিভারীর মাধ্যমে পন্যটি হাতে পেলো এটা ই ই-কমার্স।
আপনি ই-কমার্স টুলসের মাধ্যমে বিজনেস করতে চাইলে যেসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো
টার্গেট কাস্টমার
মার্কেট সাইজ
মার্কেটিং
ইউনিক সেলস প্লান
ইউনিক সেলস পয়েন্ট
প্রোডাক্টভ্যালু প্রপোজিশন
কম্পিটিটর এনালাইসিস।
আপনাকে মনে রাখতে হবে আপনি ই কমার্সের কি টুলস ফলো করে বিজনেস করবেন
বিটুবি,বিটুসি,বিটুবিটুসি।
বিস্তারিত নেক্সট পোস্টে লিখবো ইনশাআল্লাহ। আমি এক্সপার্ট না নিজের বিজনেস এর জন্য যতটুকু শিখেছি তাই লিখলাম। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
ঈষিতা আক্তার তানিয়া
ফাউন্ডার ও সিইও, ইসরাফ স্টাইল জোন।
…………………………………………………………………………………………………………………………..
প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। প্রকাশিত লেখার জন্য টেকজুম কোনো ধরনের দায় নেবে না