আমরা অনেকেই কম্পিউটার থেকে ব্রাউজার দিয়ে ফেসবুক ব্যবহার করি। অনেকেই পেজ বা গ্রুপ ম্যনেজমেন্টের জন্য অথবা বড় পর্দায় দেখার সুবিধার জন্য। আবার একই সাথে হয়ত ম্যাসেঞ্জার কলে কথা বলতে বলতে ফেসবুক স্ক্রল করার সুবিধা থাকায় আমরা অনেকেই এটা করে থাকি। কিন্তু, সম্প্রতি ফেসবুক একটা বড় পরিবর্তন এনেছে বেশ কিছু ব্যবহারকারীর কাছে। আমি ব্যাক্তিগতভাবে কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। তবে কিছুদিন আগেই আমি যখন ফেসবুক এর ম্যাসেঞ্জার আইকনে ক্লিক করি তখন আমাকে ফেসবুক বলে যে তারা ম্যাসেঞ্জারের জন্যে নতুন একটা ওয়েবসাইট বানিয়েছে এবং আমাকে সেটা দেখে আসতে বলছে। আমিও ভাবলাম যে গিয়ে দেখি কেমন ওয়েবসাইট এটা। কোন সুবিধা পাওয়া যায় কিনা। কিন্তু আমি দেখলাম যে কিছু মানুষের জন্য এটা একটা বিরাট সমস্যা। ম্যাসেঞ্জারের ওয়েবসাইট এ গিয়ে আলাদাভাবে লগ-ইন করতে হবে এবং যদি আপনি ভুল করে Kepp me signed in এই লেখার বামের বক্সে ক্লিক না করেন তাহলে ট্যাব কেটে দিলেই আবার লগ-আউট হয়ে যাবে। আর আমি এখনপর্যন্ত অনেক খোজাখুজি করেও কোথাও আমার আগের পদ্ধতিতে ম্যাসেঞ্জার ব্যবহার অপশান দেখি নি।
আপনাদের অনেকের কাছে মনে হতেই পারে যে এটাতে সমস্যা বা ঝামেলা কোথায়। এখানে সমস্যা মূলত তাদের হয় যারা প্রাইভেট ট্যাব দিয়ে ব্রাউজিং করে থাকে। আমিও প্রাইভেট ট্যাব ব্যবহার করে ব্রাউজিং করি কিন্তু এই সুবিধায় শুধু ২বার লগ-ইন করাটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো এতে না আছে নতুন কোন ফিচার আর না আছে ডার্ক থিম। ফেসবুক ব্যবহারকারীদের বেশিরভাগই ডার্ক থিম ব্যবহার করতে ভালবাসেন।
সব মিলিয়ে আমার কাছে ফেসবুক এর এই কাজটা একেবারে ফালতু লেগছে। তবে কারোর কাছে ভাল লাগতেও পারে। তবে যদি এমন কোন অপশান থাকে যেখান থেকে আমি এই রিডাইরেকশান বন্ধ করতে পারব তাহলে সেটা বেশ ভাল হবে বলে মনে করি। আমার কাছে এই ব্যবস্থাটা একপ্রকার ঝামেলা মনে হয়েছে।