অবশেষে সামনে এলো রিয়েলমির প্রথম ৫জি ফোনের ছবি। কোম্পানির সিইও মাধব শেঠ তার টুইটার অ্যাকাউন্টে ফোনটির ছবি পোস্ট করেছেন। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রিয়েলমি এক্স৫০ ৫জি নামে আসা এই ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে।
এই ফোনে কোয়ালকম স্নপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকবে। রিয়েলমি এক্স৫০ চীনে ৭ জানুয়ারী লঞ্চ হবে। এই ফোনটি রিয়েলমি এক্স৫০ ৫জি কে টেক্কা দেবে।
রিয়েলমি এক্স৫০ ফিচার ( আপাতত যা সামনে এসেছে ) :
রিয়েলমি এক্স৫০ ৫জি ফোনের ফিচারের কথা বললে এতে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট হবে ৯০হার্জ। এর ডিসপ্লের ডিজাইন ডুয়েল পাঞ্চ হোল থাকবে। এই ফোনে রেডমি কে৩০ এর মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। এছাড়াও ফোনটি তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হবে।
রিয়েলমি এক্স৫০ ফোনের ক্যামেরার কথা বললে এতে আমরা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখবো। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ,ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি ৩২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরার সাথে আসবে।
রিয়েলমি এক্স৫০ ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে- ৬ জিবি র্যাম+ ৬৪ জিবি, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি । এছাড়াও এই ফোনে ভুক ৪.০ ফাস্ট চার্জিং এর সাথে ৪,৫০০ এমএএএইচ ব্যাটারি থাকবে।