হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট সিরিজ নিয়ে নতুন করে কিছু বলার নেয়। চলতি মাসে দেশের বাজারে মেট সিরিজে মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
আর এইফোনের মাধ্যে গুগলকে ছাড়া হুয়াওয়ে পথ চলতে পারবে কি না, তা নিয়ে সংশয় দূর হয়েছে। হুয়াওয়ে মেট সিরিজে মেট ৩০ মডেলের স্মার্টফোনে গুগলের অ্যাপ না থাকার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
অবশ্য ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন বিভিন্ন লিক এর কল্যাণে অনুমেয়ই ছিল। তার পরেও বলতেই হচ্ছে হুয়াওয়ের সব উদ্ভাবন আর পরিশ্রম যেন ঢেলে দিয়েছে তারা ফোনটিতে।
ফোনটির সবচেয়ে বড় দিকই হচ্ছে এটার ক্যামেরা। বিভিন্ন কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাকে বরাবরই প্রফেশনাল ক্যামেরার সাথে তুলনা করে আসছে। তবে এবারে হুয়াওয়ে যেন সত্যিই এক প্রফেশনাল ক্যামেরা নিয়ে এলো। বাস্তবে এখনো পরীক্ষা না করা হলেও অন্তত কাগজে কলমে এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন ক্যামেরা কনফিগারেশন।
আকর্ষণীয় ক্যামেরার সাথে ফোনটির ডিজাইন ও অনন্য। এতে আছে ওয়াটারফল ডিসপ্লে যা আপনারা ভিভো নেক্স ৩ তে দেখেছেন। তার মানে এতে কার্ভড ডিসপ্লের সাথে কোন ফিজিক্যাল বাটন থাকছে না। বরং এর ডিসপ্লের কার্ভড অংশটিই প্রেশার সেনসিটিভ বাটন হিসেবে কাজ করে।
হুয়াওয়ে মেট ৩০ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৫৩ ইঞ্চি, ফুল এইচডি প্লাস, ফ্লেক্স ওলেড হরাইজন ডিসপ্লে, এইচডিআর ১০।
চিপসেটঃ হুয়াওয়ে কিরিন ৯৯০
র্যামঃ ৮ জিবি
স্টোরেজঃ ২৫৬ জিবি
ক্যামেরাঃ ট্রিপল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
৪০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬০০ মেইন সেন্সর
৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সুপার সেন্সিং সিনে লেন্স
৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৪৫এক্স জুম)
টাইম অব ফ্লাইট সেন্সর
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
অন্যান্যঃ বাটনবিহীন ডিজাইন, ৫জি সাপোর্ট, জেশ্চার সাপোর্ট, বোকেহ ভিডিও
ব্যাটারিঃ ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের, ২৭ ওয়াট ফাস্ট চার্জ
ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই ভিত্তিক ইএমইউআই ১০