আনুষ্ঠানিকভাবে এখনও নতুন ফ্ল্যাগশিপ মোটো জেড৪ উন্মোচন করেনি মটোরোলা । এরই মধ্যে এই মডেলের একটি ডিভাইস বিক্রি করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
মটো জেড ৪ স্মার্টফোনের ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ৬.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে থাকছে। এর সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ১২৮ গিগাবাইট স্টোরেজ, চার গিগাবাইট র্যাম এবং ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
এছাড়া ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। আর কানেক্টিভিটির জন্য থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি ফাইভজি সাপোর্ট করতে পারে বলেও জানা যাচ্ছে
জানা গেছে, ফোনটির পিছনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ছবি তোলা যাবে। এছাড়া কম আলোতে ছবি তোলার জন্য বিশেষ নাইট মোড থাকছে। এটি কম আলোতে ছয় মেগাপিক্সেল সাইজে শার্প ছবি তুলতে পারবে। আর সেলফি তোলার জন্য সামনে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
অ্যান্ড্রয়েড ৯ পাই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আডিভাইসটি অ্যামাজন সাইট থেকে সরানোর আগেই এটির স্ক্রিনশট নিয়েছেন এক গ্রাহক। এতে মোটো জেড৪-এর দাম বলা হয়েছে ৪৯৯.৯৯ মার্কিন ডলার।
ইতোমধ্যেই অ্যামাজন সাইটে বিক্রি হওয়ায় ধারণা করা হচ্ছে এবার শীঘ্রই ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে মটোরোলা।