ডিসপ্লেতে একাধিক সমস্যার জন্য নির্দিষ্ট সময়ে উন্মোচন হয়নি স্যামসাং গ্যালাক্সী ফোল্ড। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল সমস্যার সমাধান হলে তবেই বাজারে আসবে এই ফোল্ডেবেল স্মার্টফোন। সম্প্রতি স্যামসাং ভাইস প্রেসিডেন্ট কিম-সেওং-চেওল জানিয়েছন বাজারে আসার জন্য তৈরী গ্যালাক্সী ফোল্ড। তবে কবে এই ডিভাইস উন্মোচন হবে জানানো হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে উন্মোচন হবে স্যামসাং এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন।
কোম্পানির ভাইস প্রাসিডেন্ট জানিয়েছেন গ্যালাক্সী ফোল্ড এর ডিসপ্লেতে যত সমস্যা দেখা দিয়েছিল প্রায় সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবার বাজারে আসার জন্য তৈরী এই ডিভাইস।
কিম জানিয়েছেন গ্যালাক্সী ফোল্ড এর থেকে মানুষের প্রত্যাশা চরমে। তাই উন্মোচনের পরে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ঝড় তুলবে এই ফোল্ডেবেল স্মার্টফোন।
উন্মোচনের আগে এই ডিভাইসের ডিসপ্লে সহ সব সমস্যার সমাধান করবে স্যামসাং। সম্প্রতি একাধিক ইউটিউব রিভিউয়ারকে গ্যালাক্সী ফোল্ড ডিভাইস পাঠিয়েছিল স্যামসাং। এর পরেই ইন্টারনেটে একের পর এক গ্যালাক্সী ফোল্ড ডিভাইসে সমস্যার খবর সামনে আসে। তখন এই ফোনের উন্মোচন পিছিয়ে দেয় স্যামসাং। বন্ধ হয় প্রি-অর্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬ এপ্রিল স্যামসাং গ্যালাক্সী ফোল্ড উন্মোচন হওয়ার কথা ছিল।