গত ২২ অক্টোবর পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত হাই-এন্ড ডিভাইস ‘মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন’-এর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। চলতি মাসেই ডিভাইসটি বৈশ্বিক বাজারে সরবরাহ শুরু হবে বলে মনে করা হচ্ছে।
হুয়াওয়ের আরো উন্নত এবং আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—
কাঠামো : ন্যানো-মাইক্রোক্রিস্টালাইন সিরামিকের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬২.৯–৭৫.৫–১০.১ মিলিমিটার
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই ও ফাইভজি
সিম : ন্যানো সিঙ্গেল ও হাইব্রিড ডুয়াল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৬ ইঞ্চির ওএলইডি এইচডিআর১০
ডিসপ্লে রেজল্যুশন : ১৩৪৪–২৭৭২ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইএমইউআই ১১
চিপসেট : ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কিরিন ৯০০০ ফাইভজি
মেমোরি কার্ড : ন্যানো, সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট র্যাম ও অভ্যন্তরীণ
স্টোরেজ : ১২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ
রিয়ার ক্যামেরা : ৫০, ১২, ৮, ২০ মেগাপিক্সেল ও টিওএফ থ্রিডি ডেপথ সেন্সর
ফ্রন্ট ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল ও টিওএফ থ্রিডি সেন্সর
কানেক্টিভিটি : ওয়াই-ফাই, ব্লুটুথ, ডুয়াল-ব্যান্ড জিপিএস, ইউএসবি টাইপ-সি ৩.১
সেন্সর : ফেস আইডি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার
ব্যাটারি: নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন