স্মার্টফোন বিশ্বে রেডমি তাদের নোট সিরিজের আরো একটি নতুন ফোন রেডমি নোট ১০ লঞ্চ করেছে। আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচপিএ এবং এল টি ই টেকনোলজি এর সুবিধা।
বডি: এই ফোনের বডি ডাইমেনশন হলো ১৬৪.৫*৭৬.২*৮.১ মিলিমিটার। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ১৯২ গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৬৭ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড এইচ ডি
প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ।এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৫.৭%।এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর।এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৩৯৫।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১ যা রান করবে এম আই ইউ আই ১২ এর সাথে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬১৮ ।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ। এগুলো হলো ৬,৬৪;৬,১২৮ এবং ৮,১২৮ জিবি এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ১৬মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৫০২০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এ। একটি হল ডার্ক নাইট, গ্লেসিয়াল ব্লু এবং আরেকটি হল ভিন্টেজ ব্রোঞ্জ ।
দাম: বাংলাদেশের বাজারে আসুসের এই ফোনটির দাম হতে পারে ২৫০০০ টাকার মত।