গত মাসের শুরুতে ভারতে উন্মোচন করা হয়েছিল শাওমির বহুল প্রতীক্ষিত রেডমি নোট১০ সিরিজ। এই সিরিজে এবার তিনটি মডেলের ফোন বাজারে ছেড়েছে শাওমি। যার মধ্যে রয়েছে; রেডমি নোট১০, রেডমি নোট১০ প্রো, এবংরেডমি নোট১০ প্রো ম্যাক্স। বরাবরের মতোই এবারও রেডমি নোট১০ সিরিজ দিয়ে বাজিমাত করেছে শাওমি। দুর্দান্ত স্পেসিফিকেশন ও অ্যাগ্রেসিভ প্রাইজিংয়ের কারণে বর্তমানে গ্রাহকদের চাহিদার শীর্ষে উঠে এসেছে রেডমি নোট১০ সিরিজ।
সম্প্রতি শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে সেল শুরু হওয়ার মাত্রা ১৫ দিনের মধ্যে ৫০০ কোটি টাকার সমমূল্যের রেডমি নোট১০ সিরিজ ডিভাইজ বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, শাওমি ইন্ডিয়ার বিজনেস হেড, স্নেহা তাইনওয়ালা। তিনি বলেন, রেডমি নোট১০ সিরিজের এই বিক্রি শাওমির অন্যান্য নোট সিরিজের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কোম্পানি আশাবাদী যে, আগামী রেডমি নোট১০ সিরিজের সেলে আরও রেকর্ড পরিমান ব্যবসা করতে পারবেন তারা।
এদিকে কিছুদিন আগে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ হয়েছিল রেডমি নোট১০ সিরিজ। ভারত সহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের বাজারেও রেডমি নোট১০ সিরিজের যথেষ্ট চাহিদা রয়েছে। দেশে রেডমি নোট১০ এর ৪ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা। থেকে অন্যদিকে রেডমি নোট১০ প্রো মডেলের ৬ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা।
স্মার্টফোন বিশ্বে রেডমি তাদের নোট সিরিজের আরো একটি নতুন ফোন রেডমি নোট ১০ এস লঞ্চ করেছে। আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জানাবো।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচ এস পি এ এবং এল টি ই টেকনোলজি এর সুবিধা।
বডি: এই ফোনের বডি ডাইমেনশন হলো ১৬০.৫*৭৪.৫*৮.৩ মিলিমিটার। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ১৭৮.৮গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড এইচ ডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ।এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৩.৫ %।এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর।এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৪০৯।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৯৫ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি৭৬ এম সি৪ ।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ। এগুলো হলো ৬,৬৪;৬,১২৮ এবং ৮,১২৮ জিবি এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ১৩ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এ। একটি হল গ্রে, ব্লু এবং আরেকটি হল হোয়াইট।
দাম: বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে ২১০০০ টাকার মত।