একের পর এক নতুন স্মার্টফোন উন্মোচনের পরে এবার ট্যাবলেটের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া। এরই ধারাবাহিকতায় সস্তায় নতুন ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে। যার মডেল নকিয়া টি২১।
নকিয়া জানিয়েছে, এই ট্যাবলেট তৈরিতে বিল্ড কোয়ালিটির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। থাকছে অ্যালুমিনিয়াম বডি। ট্যাবলেটটি অনেকটাই পাতলা। ওজন মাত্র ৪৬৬ গ্রাম।
নকিয়ার দাবি, এক চার্জে ৩ দিন চলবে এই ট্যাবলেট। এছাড়াও এতে রয়েছে সেকেন্ড স্ক্রিন ফিচার। এই ফিচার ব্যবহার করে উইন্ডোজ পিসি স্ক্রিন এক্সপ্যান্ড ও কন্ট্রোল করা যাবে।
নকিয়ার এই ল্যাপটপে রয়েছে ১০.৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন ২কে। ট্যাবলেটের ব্যাক প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্যও রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ইউনিসকের টাইগার টি৬১২ চিপসেটের এই ট্যাবলেটের পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৮২০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
গুগলের অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১৪ এর আপডেট পাওয়া যাবে। এতে থাকছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা।