বিশ্বের প্রযুক্তি বাজারে দামে সেরা ৫জি ফোনের তালিকায় নতুন সংযোজন Honor Power 5G। যারা মাঝারি বাজেটে দুর্দান্ত ৫জি অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি পছন্দ।
আকর্ষণীয় ডিজাইন, প্রাণবন্ত ডিসপ্লে
স্মার্টফোনটি হাতে নিতেই বোঝা যায় এর প্রিমিয়াম ফিনিশ। বড়সড় ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ — চোখের আরাম আর স্মুথ ব্রাউজিংয়ের এক দারুণ অভিজ্ঞতা এনে দেয়। বিশেষ করে ভিডিও দেখা বা গেম খেলার সময় পার্থক্য স্পষ্টভাবে বোঝা যায়।
গতির ঝড় তুলবে ৫জি কানেক্টিভিটি
নতুন প্রজন্মের ইন্টারনেট অভিজ্ঞতা আনতে ফোনটিতে থাকছে শক্তিশালী ৫জি কানেক্টিভিটি। MediaTek Dimensity সিরিজের প্রসেসর ব্যবহৃত হওয়ায় অনায়াসেই চালানো যায় ভারী গেম, মাল্টিটাস্কিং এবং অনলাইন স্ট্রিমিং। অফিসের কাজ থেকে বিনোদন — সবকিছুই যেন একটানে সম্ভব।
ক্যামেরায় নজর কাড়বে
Honor Power 5G-এর পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। দিনের আলো কিংবা রাতে, ছবি সব সময় ঝকঝকে ও ডিটেইলসমৃদ্ধ। সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা — ভিডিও কল বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য দুর্দান্ত।
ব্যাটারিতে নিশ্চিন্ত নির্ভরতা
৫১০০ এমএএইচ বিশাল ব্যাটারি থাকায় দিনে একাধিকবার চার্জ দিতে হবে না। তাছাড়া, ৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির বদৌলতে মাত্র অল্প সময়েই ফুল চার্জ পাওয়া সম্ভব। ব্যস্ত জীবনের জন্য এক কথায় উপযোগী।
কেন কিনবেন Honor Power 5G?
-
৫জি নেটওয়ার্ক সাপোর্ট
-
শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর
-
৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
-
১২০ হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট
-
বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা