এর আগে ফেব্রুয়ারিতে ভারতে পাবজি নিষিদ্ধের দাবিতে আদালতে মামলা করে ১১ বছর বয়সী আহাদ নিজাম ।
জনপ্রিয় গেম প্লেয়ারআননোন’স ব্যাটলগ্রাউন্ডসে (পাবজি) ১৩ বছরের কম বয়সীদের জন্য যোগ হয়েছে ‘ডিজিটাল লক’। যা খুলতে অভিভাবকদের অনুমতি লাগবে বলে জানিয়েছে টাইমস নাউ নামে একটি ভারতীয় সংবাদমাধ্যম। গেম প্রকাশক প্রতিষ্ঠান ‘টিনসেন্ট’ মূলত তরূণদের গেম আসক্তি কমাতে এ পদক্ষেপটি নিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এছাড়াও গেমটি খেলার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে টিনসেন্ট। এর আগেও বেশ কয়েকবার গেমিংএর ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে টিনসেন্ট।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বর উন্মোচন করা হয় মাল্টি-প্লেয়ার এই গেমটি। এর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা একত্রিত হয়ে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে থাকে। এর আগে গত ফেব্রুয়ারিতে পাবজি নিষিদ্ধের দাবিতে ভারতের আদালতে মামলা করে ১১ বছর বয়সী আহাদ নিজাম।