দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস১০-এর তিনটি সংস্করণ ছাড়া হবে। ডিভাইসটির বেশকিছু ফিচারের তথ্য এরই মধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে।
সর্বশেষ গ্যালাক্সি এস১০-এর একটি সাশ্রয়ী সংস্করণের তথ্য প্রকাশ পেয়েছে। ডিভাইসটির নাম হবে ‘গ্যালাক্সি এস১০ই’। বাকি সংস্করণ দুটি হলো গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০ প্লাস।
সম্প্রতি স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০-এর একটি ‘সস্তা সংস্করণ’ নিয়ে গুজব শোনা যাচ্ছিল। এবার ডিভাইসটির বেশ কিছু ছবিও দেখা গেছে অনলাইনে।
ধারণা করা হচ্ছে, কম দামী এই সংস্করণটির নাম হবে গ্যালাক্সি এস১০ই। ডিভাইসটির ছবি ফাঁস করেছে উইনফিউচার।
গ্যালাক্সি এস১০ ডিভাইসটিতে ৫ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। এর ডিসপ্লে রেশিও ১৮:৯।
৫.৮ ইঞ্চি পর্দার ফোনটি অপেক্ষাকৃত মোটা বেজেল, ডুয়াল ক্যামেরা ও ছোট ব্যাটারি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ন্যানোমিটার প্রযুক্তির ৮৫৫ প্রসেসর সংবলিত ৪ ও ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। সূত্র: সিনেট ও দ্য ভার্জ