বার্সেলোনায় গত সপ্তাহে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি-২০১৯) ফোল্ডেবল ফোন মেট এক্স উন্মোচন করে হুয়াওয়ে। চলতি বছরের মাঝামাঝি সময় ডিভাইসটির সরবরাহ শুরু হবে। এমডব্লিউসিতে মেট এক্সের জন্য ৩১টি পুরস্কার জিতেছে হুয়াওয়ে। এছাড়া মেট এক্স ও মেট বুক সিরিজের অন্যান্য ফোনের জন্য মোট ৪৭টি পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে মেট এক্সে ৭ ন্যানোমিটার মাল্টি মুড মডেম চিপসেট ৫০০০, ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৫৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জ প্রযুক্তি, ব্র্যান্ড নিউ ইন্টারস্টেলার ব্লু ফিনিশ ও ফ্যালকন উইং মেকানিক্যাল হিঞ্জ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ফোল্ড করা অবস্থায় ৬ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোন এবং ফোল্ড খুলে ৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে।
এমডব্লিউসির এবারের আসরে ফাইভজির ইনোভেটিভ কম্বিনেশন, ফোল্ডেবল স্ক্রিন, এআই, দুর্দান্ত সব ফিচার, হাই পারফরম্যান্সের জন্য বিশেষ গুরুত্ব পায় হুয়াওয়ে মেট এক্স। বিভিন্ন ক্যাটাগরিতে মেট এক্স যেসব পুরস্কার জিতেছে, তার একটি হলো জিএসএমএ অ্যাওয়ার্ড। ‘বেস্ট নিউ কানেক্টেড মোবাইল ডিভাইস’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতে নেয় স্মার্টফোনটি।
মেট এক্সে সায়েন্স অ্যান্ড ফিকশন ইমাজিনেশন নিয়ে আসার জন্য টেকরাডার প্রদান করে ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার। মেট এক্সকে নতুনত্বে ভরপুর আখ্যা দিয়ে রিভিউ-বিষয়ক ওয়েবসাইট টমস গাইড প্রদান করে ‘বেস্ট ইন শো’ পুরস্কার।
স্মার্টফোনের সব ধরনের খবরের অন্যতম ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রদান করে ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৯’ পুরস্কার। ডিজিটাল ট্রেন্ডস উদ্ভাবনী ফিচারের জন্য মেট এক্সকে ‘বেস্ট ইমার্জিং টেকনোলজি’ হিসেবে পুরস্কৃত করে।
এমডব্লিউসিতে ট্রাস্টেট রিভিউ, টেকঅ্যাডভাইজার, অ্যান্ড্রয়েড অথরিটি, পকেট-লিন্ট, বিজিআর, অ্যান্ড্রয়েড পুলিশ, এক্সপার্ট রিভিউজ, অ্যান্ড্রয়েড হেডলাইন, উবারগিজমো, ফোনএরেনা, টিথ্রি, টেকনোবাফেলো, মি.মোবাইল, গিয়ারব্রেইন, টক অ্যান্ড্রয়েড, গ্যাজেটমাচ, গিয়ার ডায়েরি, গিকস্পিন, টেকবক্স, মাইফোন, আইটি ওয়ার্ল্ড কানাডা, ম্যাশাবল ও স্টাফের মতো নামিদামি সব পুরস্কার জিতেছে মেট এক্স।