ভবিষ্যতে শাওমি ফোনের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন।
তিনি এক ইভেন্টে বলেন, বিশ্বে শাওমির সস্তা ফোন বিক্রির যে ভাবমূর্তি তৈরি হয়েছে, আমরা তা বিসর্জন দিতে চাচ্ছি। আমরা আসলে বেশি বিনিয়োগ করে ভালো পণ্য বানাতে চাই। ভবিষ্যতে তাই ফোনের মূল্য কিছুটা বাড়তে পারে। তবে সেটি খুব বেশি নয়, কিছুটা বাড়বে।
তবে শাওমির সব ফোনের দাম বাড়বে না। কারণ শাওমি বাজেট ফোন তৈরির জন্য রেডমি নামের আলাদা একটি সাবব্র্যান্ডই চালু করেছে ।
এদিকে আগামী ১৮ মার্চ শাওমির পরবর্তী ফোন ব্ল্যাক শার্ক ২ এর দেখা মিলবে। ইউবো পোস্টে দেওয়া এক টিজারে এ তথ্য নিশ্চিত করেছে শাওমি।
শক্তিশালী এ গেমিং ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। আর ফোনের একটি সংস্করণে র্যাম থাকবে ৮ জিবি ও স্টোরেজ থাকবে ১২ জিবি। আরেকটি সংস্করণে র্যাম থাকবে ১২ জিবি ও স্টোরেজ থাকবে ২৫৬ জিবি।
এটিও ব্ল্যাকশার্ক হ্যালোর মতো ১০ জিবি সংস্করণেও পাওয়া যেতে পারে। আর ব্যাকআপ দিতে থাকবে ৪০০০এমএএইচ। চীনের বাজারে সর্বপ্রথম ফোনটি ছাড়া হবে। পরবর্তীতে তা ইউরোপের বাজারেও পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, ফোনটির মূল্য ৪৫০ ডলারের (৩৭ হাজার ৩৫০ টাকা) আশেপাশে হতে পারে।