ডিজিসফট নামের ব্যবসায়িক সফটওয়্যার নিয়ে প্রথমবারের মতো বেসিস সফটএক্সপো ২০১৯-এ অংশ নিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। ডিজিসফট সফটওয়্যার মিলছে মেলার ২ নম্বর হলের ৩ নম্বর প্যাভিলিয়নের ওয়ালটন স্টলে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং আইটি বিভাগের প্রধান মোহাম্মদ লিয়াকত আলী জানান, ডিজিসফট মূলত ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টোটাল সফটওয়্যার সলিউশন, যা উন্নয়ন করেছে দেশের একদল তরুণ এবং মেধাবী সফটওয়্যার ডেভেলপার। এ সফটওয়্যারের মাধ্যমে চার ধরনের সেবা মিলবে। এগুলো হলো সিআরএম, পজ, এইআরএমএস এবং ম্যানুফ্যাকচারিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন। ডিজিসফট পরিচালনার সার্ভারসহ যাবতীয় হার্ডওয়্যার সলিউশন সরবরাহ করবে ওয়ালটন। সফটএক্সপোতে ডিজিসফট সফটওয়্যারের ক্রয়াদেশ দিলে মিলছে বিশেষ সুবিধা।