পরিধেয় প্রযুক্তি পণ্যের তালিকায় এবার চীনা জায়ান্ট হুয়ামির নতুন সংযোজন অ্যামাজফিট পাওয়ারবাডস। এ পণ্যটি এবারের সিইএস আসরে নজর কেড়েছে। কালো, হলুদ ও সাদা এ তিন রঙের থ্রিডি প্যাটার্নের পাওয়ারবাডস প্রদর্শন করেছে কোম্পানিটি। এটি দিয়ে গান শোনার পাশাপাশি ফোন কল রিসিভ করা যাবে। একই সঙ্গে হার্টরেট যাচাইয়ের সুবিধা রয়েছে এ পাওয়ারবাডসে। ব্যবহারকারীর হূদস্পন্দন হঠাৎ করে কমে কিংবা বেড়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন প্রদান করবে। এতে আইপি৫৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে ৪৫০ এমএএইচ ব্যাটারি। ফলে একবার চার্জ পূর্ণ করে এ পরিধেয় প্রযুক্তি পণ্যটি একনাগারে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। তবে অ্যামাজফিট পাওয়ারবাডস কবে নাগাদ বাজারে পাওয়া যাবে কিংবা দাম কত হবে—এসব ব্যাপারে ধারণা দেয়া হয়নি।
এবারের সিইএস আসরে নতুন স্মার্টওয়াচ দিয়ে নজর কেড়েছে চীনা কোম্পানি হুয়ামি। অ্যামাজফিট টি-রেক্স নামের এ পরিধেয় প্রযুক্তি পণ্যটি সর্বোচ্চ ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যবহার করা যাবে। এর গোলাকৃতি ডায়াল, জলপাই রঙের মেটালের আর্মি আউটলুক স্মার্টওয়াচটির প্রতি মানুষের মনোযোগ কেড়েছে।
এতে রয়েছে ১ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে গরিলা গ্লাস ৩ প্রটেকশন। স্মার্টওয়াচটিতে যুক্ত করা হয়েছে ৫এটিএম ওয়াটার রেজিস্টেন্স সুবিধা। এ সুবিধা পানির ৫০ মিটার পর্যন্ত গভীরে গিয়েও কার্যকর থাকবে। স্মার্টওয়াচটিতে ৩৯০ এমএএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে। ফলে একবার চার্জ পূর্ণ করলে টানা ২০ দিনের বেশি ব্যবহার করা যাবে। এরই মধ্যে চীনের বাজারে এ মডেলের স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।
ইলেকট্রিক গাড়ি
এবারের সিইএস আসরের প্রথম দিন ল্যাপটপ, স্মার্টটিভি, ক্যামেরা নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও দ্বিতীয় দিন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইলেকট্রিক গাড়ি। এদিন জাপানি জায়ান্ট সনি ও জার্মান প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ দুটি ইলেকট্রিক গাড়ির মডেল মঞ্চে প্রদর্শন করেছে। ভিশন-এস নামের ইলেকট্রিক গাড়ির এ মডেল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সনি। এটি কোম্পানিটির আইকনিক প্রজেক্ট বলা যায়। এ মডেলে গাড়ির সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে সনি। রয়েছে ৩৬০ ডিগ্রি সাউন্ড সিস্টেমসহ অসংখ্য স্মার্ট ফিচার। অন্যদিকে মার্সিডিজের ইলেকট্রিক গাড়িতে রয়েছে অনবদ্য লাইটিং ফ্যাসিলিটি। চলতি বছরের কোনো একসময় এ দুটি ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়তে পারে সনি ও মার্সিডিজ।
পিএস৫ গেমিং ডিভাইস
এবারের সিইএস আসরের দ্বিতীয় দিনে প্রদর্শন করা হয়েছে প্লেস্টেশন ৫ গেমিং ডিভাইস। পণ্যটি প্রদর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় দিন দর্শকদের মনোযোগ কেড়েছে জাপানি ইলেকট্রিক পণ্য নির্মাতা সনি। এ গেমিং ডিভাইসটি সনির প্লেস্টেশন ৪ ডিভাইসের আধুনিক সংস্করণ। এতে ৮কে গেমিংয়ের অনুভূতি পাবেন ব্যবহারকারীরা। আরো রয়েছে দ্রুতগতির এসএসডি। এ প্লেস্টেশনটি ব্যবহারের জন্য এইট-কোর সিপিইউ প্রয়োজন হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ে প্লেস্টেশন ৫ গেমিং ডিভাইসটি বাজারে পাওয়া যেতে পারে।
ডেলের কনসেপ্ট ল্যাপটপ
গতবারের সিইএস আসরে ইউএফও পিসি দেখিয়ে নজর কেড়েছিল ডেল। এবার পিসি থেকে ল্যাপটপে সরে এসেছে কোম্পানিটি। এবারের আসরের দ্বিতীয় দিন দুটি বিশেষ মডেলের ল্যাপটপ প্রদর্শন করেছে ডেল। দুটি মডেলই ফোল্ডেবল বা ভাঁজ করা যায়।
একটির নাম ডেল কনসেপ্ট ওরি। এটা অনেকটাই লেনোভোর ফোল্ডিং ল্যাপটপের মতো। রয়েছে হাই রেজল্যুশনের ফোল্ডিং ওএলইডি ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চির পর্দা। অন্য ডিভাইসটির নাম ডেল কনসেপ্ট ডুয়েট। এটির পর্দার মাপ ১৩ দশমিক ৪ ইঞ্চি। দুটো মডেলের ল্যাপটপেই টাচ-বেজড কিবোর্ড যুক্ত করেছে ডেল। বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এ দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হতে পারে।