ফোল্ডেবল ট্যাবলেট আনার জন্য সম্প্রতি অ্যাপল মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে পেটেন্ট দাখিল করেছে।
পেটেন্টের ডিজাইন দেখে ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের সারফেস নিওর সঙ্গে মিল থাকবে ডিভাইসটির। এ বছরই বাজারে আসার অপেক্ষায় আছে সারফেস নিও। আর এরই মতো নতুন ডিভাইসটিতেও থাকবে ডুয়েল স্ক্রিন। চুম্বক সম্বলিত ডিভাইসটি ভেতরের দিকে ফোল্ড করা যাবে।
একই সঙ্গে কাজ করা যাবে দুইটি স্ক্রিনেই। অর্থাৎ স্ক্রিন দুইটি হবে স্বতন্ত্র। তাই হিঞ্জে ধুলা বালি আটকে ডিভাইস নষ্ট হওয়ার থাকবে না কোনো আশঙ্কা। এর ফলে অন্যান্য ফোল্ডেবল ফোনের চেয়ে এটির স্থায়িত্ব হবে বেশি।
অর্ধেক ফোল্ড করে ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে ডিভাইসটি। আনফোল্ড থাকা অবস্থায় দুই স্ক্রিনে করা যাবে দুই রকম কাজ।
তবে পেটেন্ট আবেদন দাখিল করেছে বলেই যে শেষ পর্যন্ত ডিভাইসটি বাজারে আনবে অ্যাপল এমনও নয়। পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে টেক জায়ান্টটি তা বাতিলও করতে পারে। কেননা মানের বিষয়ে অ্যাপল কোনো আপোষ করে না।
এর আগে এয়ারপাওয়ার উন্মোচন করেও কাঙ্ক্ষিত মান অর্জন করতে না পারায় সেটি বাজারে আনেনি অ্যাপল।